Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ব্ল্যাক হোল থেকে বেরিয়ে আসছে ভয় ধরিয়ে দেওয়ার মতো শব্দ, শুনুন

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ মে, ২০২২, ৫:৩৮ পিএম

ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর সম্পর্কে আমরা অনেক শুনেছি। বিজ্ঞানীরা জানিয়েছেন মহাবিশ্বে এমন গহ্বর নিকষ কালো এবং এর আকর্ষণ ক্ষমতা এতটাই যে আলো পর্যন্ত এর মধ্য দিয়ে যেতে পারে।

ব্ল্যাক হোলের শূন্যতা শুষে নেয় আলোকেও। এবার সেই ব্ল্যাক হোল থেকে বেরিয়ে আসা অদ্ভূত ও ভয় ধরিয়ে দেওয়ার মতো শব্দ শোনালেন নাসা-র বিজ্ঞানীরা। ব্ল্যাক হোল থেকে ছুটে আসা চাপের তরঙ্গকে শব্দ তরঙ্গে পরিণত করে তা রেকর্ড করেছেন নাসা-র বিজ্ঞানীরা। এ সপ্তাহে সেই শব্দ রিলিজ করা হয়েছে নাসার তরফে।

নাসা-র তরফে বলা হয়েছে, 'সাধারণভাবে মনে করা হয় মহাশূন্যে কোনও শব্দ নেই। কারণ সেটা বায়ুশূন্য। আর বায়ুশূন্য স্থান দিয়ে শব্দ চলাচল করতে পারে না। কিন্তু একটি গ্যালাক্সি ক্লাস্টারের মধ্যে গ্যালাক্সিগুলি গ্যাস নির্গমন করতে থাকে।

এর ফলেই শব্দ চলাচলের একটি মাধ্যম তৈরি হয়।' নাসা ব্ল্যাক হোলের যে শব্দ রিলিজ করেছে তা আসল শব্দের থেকে অনেক গুন বেশি।

লিংক: https://www.youtube.com/watch?v=ioR5np1fmEc&feature=emb_imp_woyt



 

Show all comments
  • Hassan Siddik ১২ মে, ২০২২, ৭:৫৯ পিএম says : 0
    ki koray ai black hole ar sisti janavayn
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ