নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : এটিএন বাংলা ৩১তম জাতীয় হকি গোল্ডকাপ টুর্নামেন্টের উদ্বোধনী দিনেই নৌবাহিনীর গোলবন্যায় ভাসলো গাজীপুর জেলা। গতকাল বিকালে মওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে দিনের চতুর্থ ও শেষ ম্যাচে চয়ন, ইমন, রিমন ও কৃষ্ণর হ্যাটট্রিকের সুবাদে নৌবাহিনী ৩১-০ গোলে হারায় গাজীপুরকে। কাল ম্যাচের শুরু থেকেই গোলের জন্য মরিয়া ছিলো নৌবাহিনী। জাতীয় দলের খেলোয়াড় সমৃদ্ধ দলটি আক্রমণের পর আক্রমণ করে গাজীপুরের রক্ষণদুর্গ ভেঙে চুরমার করে দেয়। ফলে গোলের পর গোল আদায় করে নেয় তারা। নৌবাহিনীর পক্ষে রিমন কুমার হ্যাটট্রিকসহ ৫ গোল, মামুনুর রহমান চয়ন ও দ্বীন ইসলাম ইমন হ্যাটট্রিকসহ ৪ গোল করে এবং কৃষ্ণ কুমার হ্যাটট্রিকসহ ৩ গোল করেন। এছাড়া আশরাফুল, জিমি, কৌশিক ও পিন্টু ৩টি করে, রোমান সরকার দুটি ও ফজলে হোসেন রাব্বি একটি গোল করেন। দিনের প্রথম ম্যাচে মেহেরপুর ৩-১ গোলে হারায় নড়াইলকে। মেহেরপুরের পক্ষে আমিনুল দুটি ও সাব্বির একটি গোল করেন। নড়াইলের সাগর একটি গোল শোধ দেন। দ্বিতীয় ম্যাচে পটুয়াখালী জেলা ৯-০ গোলের জয় প্রথমবারের মতো খেলতে আসা খুলনা জেলার বিপক্ষে। বিজয়ী দলের জসিম তিনটি, রাজিব ও জীবন দুটি করে, আরিফ ও পলাশ একটি করে গোল করেন। তৃতীয় ম্যাচে বিমান বাহিনী এক চেটিয়া প্রাধান্য বিস্তার করে খেলে ১০-১ গোলে হারায় রাজশাহী বিভাগকে। বিমান বাহিনীর বেলাল হোসেন তিনটি, শামিম মিয়া ও প্রসেনজিত দুটি করে, সহিদুল, আশিক ও নাজমুল একটি করে গোল করেন।
বিকালে মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে প্রধান অতিথি থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার এমপি। এসময় উপস্থিত ছিলেন বিমান বাহিনী প্রধান ও হকি ফেডারেশনের সভাপতি এয়ার মার্শাল আবু এসরার, সহ-সভাপতি খাজা রহমতউল্লাহ, আবদুর রশিদ সিকদার, সাধারণ সম্পাদক আব্দুস সাদেক, যুগ্ম সম্পাদক আনভীর আদিল খান, টুর্নামেন্ট কমিটির সম্পাদক মাহবুব এহসান রানা ও পৃষ্ঠপোষক এটিএন বাংলা চেয়ারম্যানের উপদেষ্টা মীর মোতাহার হাসান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।