নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : এ মাসে বাংলাদেশ ক্রিকেট দল যখন শ্রীলংকা সফরে, তখন কলোম্বোতে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন এবং পিসিবি সভাপতি শাহরিয়ার খানের দ্বি-পাক্ষিক আলোচনায় আগামী জুলাইয়ে বাংলাদেশ-পাকিস্তানের পূর্ণাঙ্গ সফরসূচি নিয়ে আলোচনায় হয়েছে অগ্রগতি। বাংলাদেশের হাই পারফরমেন্স স্কোয়াডের পাকিস্তান সফরের বিপরীতে ২ ম্যাচের টেস্ট ৩ ম্যাচের ওডিআই এবং ১ ম্যাচের টি-২০ সিরিজ খেলতে বাংলাদেশ সফরে রাজি আছে বলে গত ২ এপ্রিল মিডিয়াকে পিসিবি’র অবস্থানের কথা জানিয়েছিলেন শাহরিয়ার খান। প্রয়োজনে নিরপেক্ষ ভেন্যু শ্রীলংকায় এই সফরটি স্থানান্তরের বিকল্প ভাবনাও আছে বলে জানিয়েছিলেন পিসিবি বস। পিসিবি সভাপতির সম্মতি পেয়ে এই সিরিজ আয়োজনে সব অনিশ্চয়তা কেটে গেছে বলে মিডিয়াকে জানিয়েছিলেন বিসিবি বস। পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফরসূচি চূড়ান্ত করে গত ২২ এপ্রিল বিসিবি’র পরিচালনা পরিষদের সভায় তা অনুমোদনও করেছে বিসিবি। অথচ, মাত্র ২৪ দিনের ব্যবধানে সেই শাহরিয়ার খানই দিলেন ইউ টার্ন। আইসিসি’র সভায় যোগ দিয়ে জুলাই-আগস্টে পূর্ব নির্ধারিত বাংলাদেশ সফর স্থগিত ঘোষনা করেছেন তিনি !
আমরা এ বছর তাদেরকে (বাংলাদেশকে) পাকিস্তান সফরে আতিথ্য দেয়ার সম্ভাবনা নিয়ে কথা বলেছিলাম। কোনো বিনিময় ছাড়া পাকিস্তান ক্রিকেট দল দুইবার বাংলাদেশ সফর করেছে। টানা তৃতীয়বার আমরা বাংলাদেশ সফরে যেতে পারি না। সে কারণে আমরা সফর স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। আগামী বছর অথবা পরে একটা সুবিধাজনক সময়ে পরবর্তী সফরসূচি খুঁজব।’
২০০৯ সালে লাহোরে শ্রীলংকা ক্রিকেট দলের বহনকারী বাসের উপর সশস্ত্র সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের মাটিতে আন্তর্জাতিক ক্রিকেট খেলার উপর থেকে মুখ ফিরিয়ে নিয়েছে সবাই। ২০১১ বিশ্বকাপে যৌথ আয়োজক হয়েও হারিয়েছে বিশ্বকাপ আয়োজনের মর্যাদা পাকিস্তান। ২০০৯ সালের ওই ঘটনার পর থেকে ঘরের মাটিতে এফটিপিতে থাকা দ্বি-পাক্ষিক সিরিজগুলো আয়োজন করতে পারছে না পিসিবি। ২০১২ সালে পাকিস্তান সফরে ক্রিকেট দলকে পাঠানোর প্রস্তুতি নিয়েও আদালতের আদেশে সে দেশে ক্রিকেট দলের সফর স্থগিত হয়েছে। তার জন্য ৩ লাখ ২৫ হাজার ডলার ক্ষতিপূরন বিসিবি দেয়ায় ২০১৫ সালে পাকিস্তান ক্রিকেট দলের হোম সিরিজ বাংলাদেশে অনুষ্ঠিত হয়েছে। তবে ২০১১ এবং ২০১৫ সালে পাকিস্তান ক্রিকেট দলকে টানা ২ বার দ্বি-পাক্ষিক সিরিজে আতিথ্য দিয়ে বিসিবি যখন টানা তৃতীয়বার আতিথ্য দিতে প্রস্তুতি নিয়ে ফেলেছে, তখন সফর স্থগিত করার ঘোষনা দিয়ে বিনা মেঘে বজ্রপাতের মতো বিসিবিকে স্তম্ভিত করেছে পিসিবি।
ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইফোর মাধ্যমে এই সংবাদটি শুনে বিস্ময় প্রকাশ করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস ‘ আমরা এখন পর্যন্ত তাদের কাছ থেকে অফিসিয়ালি কোন কিছু শুনিনি। তারা সফর আপাতত স্থগিত করেছে মিডিয়ার মাধ্যমে তা জানতে পেরে অবাক হয়েছি। কারন এক মাস আগেও আমরা জানতাম তারা এখানে আসছে। তাই আমরা এখনো বিষয়টি সম্পর্কে পুরোপুরি নিশ্চিত নই।’
বাংলাদেশের মাটিতে পাকিস্তানের এটি উপর্যুপরি তৃতীয় সিরিজ হলেও এই সিরিজটি বাংলাদেশের হোম সিরিজ হিসেবে গণ্য হচ্ছে বলে মনে করছেন তিনি ‘দুবাইয়ে আইসিসি’র সভায় পিসিবি এবং আমাদের সভাপতির মধ্যে সফর নিয়ে আলাপ আলোচনা হয়েছে। পিসিবি চাচ্ছে,আমরা সেখানে (পাকিস্তান) গিয়ে সফর করি। এই সফরটা আমাদের প্রাপ্য। এফটিপি অনুযায়ি এটা বাংলাদেশের সিরিজ। পাকিস্তানের সিরিজ নয়। ২০১৫ সালে পর আমাদের সঙ্গে চুক্তি হয়েছিল পরের দুটি সিরিজ তারা আমাদের এখানে খেলবে। এটা নিয়ে একটা আর্থিক ইস্যু ছিল। বিষয়টি তখন নিষ্পত্তি করা হয়েছিল। তারা বলেছিল ২০১৭ সাল পর্যন্ত তারা বাংলাদেশে খেলবে।এফটিপিতে সিরিজটি যেহেতু আমাদের, তাই আমরা এখানে খেলতে চাচ্ছি। তারা চাচ্ছিল বাংলাদেশ দল কমপক্ষে দুটি টি-২০পাকিস্তানে গিয়ে খেলুক। সিরিজের বাকিটা আমাদের এখানে হোক কিন্তু আমরা আমরা আমাদের সূচিতে থাকতে চাই। এবং সম্পুর্ণ সিরিজটা এখানেই খেলতে চাই। এই মুহুর্তে ওদের ওখানে যেয়ে খেলার কোন পরিকল্পনা আমাদের নেই। ’
বাংলাদেশ সফর স্থগিত করার ঘোষনা দিয়ে দর কষাকষির ক্ষেত্র পিসিবি তৈরি করছে বলে মনে করছেন না জালাল ইউনুসÑ‘ এখানে কিন্তু টাকা পয়সার ব্যাপার নেই। টাকা পয়সার বিষয়গুলো একবারেই ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এটা নিয়ে দ্বিতীয়বার কিছু বলার সুযোগ নেই।’ বাংলাদেশ সফরে আপত্তি এবারই প্রথম তোলেনি পিসিবি। ২০১২ সালে পাকিস্তান সফর না করায় ২০১৩ সালে অনুষ্ঠিত বিপিএলে পাকিস্তান ক্রিকেটারদের খেলার অনাপত্তিপত্র দেয়নি পিসিবি। ২০১৪ সালে বাংলাদেশে অনুষ্ঠিত এশিয়া কাপ এবং টি-২০ বিশ্বকাপকে সামনে রেখেও আসর দু’টি বয়কটের ঘোষনা দিয়ে শেষ পর্যন্ত অবস্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছে পিসিবি। ২০১৫ সালে বাংলাদেশের মাটিতে বাংলাদেশ-পাকিস্তানের দ্বি-পাক্ষিক সফর নিয়ে অনিশ্চয়তার মেঘ ও গেছে কেটে। এই সব অতীত থেকেই যথাসময়ে সফরসূচী আয়োজনে স্বপ্ন দেখতে পারে বিসিবি। অতীতের মতো পিসিবি’র বরফ গলবে, এটাই এখন প্রত্যাশা বিসিবি’র।
চতুর্থ রাউন্ড শেষে পয়েন্ট তালিকা
ক্লাব ম্যাচ জয় হার পয়েন্ট
প্রাইম ব্যাংক ৪ ৪ - ৮
গাজী গ্রæপ ৪ ৪ - ৮
আবাহনী ৪ ৩ ১ ৬
রূপগঞ্জ ৪ ৩ ১ ৬
শেখ জামাল ৪ ৩ ১ ৬
দোলেশ্বর ৪ ২ ২ ৪
মোহামেডান ৪ ২ ২ ৪
ব্রাদার্স ৪ ১ ৩ ২
খেলাঘর ৪ ১ ৩ ২
কলাবাগান ৪ ১ ৩ ২
ভিক্টোরিয়া ৪ - ৪ ০
পারটেক্স ৪ - ৪ ০
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।