পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
স্টাফ রিপোর্টার : অপেক্ষাকৃত কম খরচে বিশ্বমানের স্বাস্থ্য সেবা প্রদানের প্রতিশ্রæতি সিঙ্গাপুরের ফারার পার্ক হাসপাতালের। যেখানে থাকছে বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আর বিখ্যাত সব চিকিৎসক। কিন্তু খরচ সিঙ্গাপুরের অন্যসব হাসপাতালের চেয়ে কম। গতকাল রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিঙ্গাপুরের ফারার পার্ক হাসপাতালের করপোরেট কমিউনিকেশন ম্যানেজার জেসমিন কিন। এ সময় উপস্থিত ছিলেন ফারার পার্ক হাসপাতালের মার্কেটিং এক্সিকিউটিভ হাসান মো. মনোয়ারুল, ঢাকা অফিসের ব্যবস্থাপনা পরিচালক মেনো লিউ, এসিসট্যান্ট ম্যানেজার মাঈন উদ্দিন আকাশ প্রমুখ। এছাড়া হাসপাতালে চিকিৎসা সেবা গ্রহীতা সাবেক সংসদ সদস্য শহিদ উদ্দিন চৌধুরি এ্যানি, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন। সেবা গ্রহীতারা বলেন, নতুন প্রতিষ্ঠিত এই হাসপাতালের চিকিৎসা ও সেবার মান অত্যন্ত ভাল। একই সঙ্গে অন্যান্য হাসপাতালের তুলনায় সাশ্রয়ী। এই হাসপাতালে সেবা নিয়ে দেশে ফেরার পরও বিখ্যাত সব চিকিৎসকরা রোগীর সঙ্গে যোগাযোগ করেন এবং প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকেন। সংবাদ সম্মেলনে জানানো হয়, সম্প্রতি তারা বাংলাদেশী রোগীদের সুবিধার্থে হাসপাতালের পক্ষ থেকে গুলশানে একটি অফিস পরিচালনা করা হচ্ছে। রোগীরা এই অফিসে যোগাযোগ করলে ভিসা থেকে শুরু করে সিঙ্গাপুরে চিকিৎসা সংক্রান্ত সকল সহযোগিতা করা হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।