Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিশ্বমানের বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদন করবে সিলভান

প্রকাশের সময় : ২৬ সেপ্টেম্বর, ২০১৬, ১২:০০ এএম

অর্থনৈতিক রিপোর্টার : বিশ্বমানের বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদন করতে প্রাণ-আরএফএল গ্রæপের সিলভান টেকনোলজিস লিমিটেডের সাথে সুইজারল্যান্ডভিত্তিক বহুজাতিক কোম্পানি এবিবি লিমিটেডের একটি চুক্তি সম্পন্ন হয়েছে। বৈদ্যুতিক সরঞ্জামাদি এবং অটোমেশন প্রযুক্তিতে বিশ্বজুড়ে সমধিক পরিচিত একটি প্রতিষ্ঠান হলো এবিবি। রাজধানীর প্রাণ-আরএফএল সেন্টারে গতকাল প্রতিষ্ঠান দু’টি ‘অরিজিনাল ইকুইপমেন্ট মেনুফ্যাকচারিং’ চুক্তিটি সম্পন্ন করে। সিলভান টেকনোলজিস লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোস্তাফিজুর রহমান খান ও এবিবি লিমিটেডের মহাব্যবস্থাপক মোশফেক উল্লাহ রফিক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিপত্রে স্বাক্ষর করেন। মোস্তাফিজুর রহমান জানান, এবিবির সাথে এ ধরনের চুক্তি এটিই প্রথম। এবিবির কারিগরি সহায়তায় সিলভান টেকনোলজিস লিমিটেড বিশ্বমানের মিডিয়াম ভোল্টেজ টাইপ টেস্টেড প্যানেল ও প্যানেল সংক্রান্ত যাবতীয় বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদন করবে। তিনি বলেন, চুক্তি অনুযায়ী এসব পণ্য দেশ ও বিদেশে বাজারজাত করতে পারবে সিলভান টেকনোলজিস। যৌথ এ পথচলা বাংলাদেশের ভোক্তাদের উন্নতমানের বৈদ্যুতিক পণ্য ও সেবা দিতে পারবে বলে তিনি মনে করেন। এসময় আরো উপস্থিত ছিলেন প্রাণ-এর পরিচালক ইলিয়াছ মৃধা, এবিবি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হরিকিষান নারায়ণ, সহকারী মহাব্যবস্থাপক আরিফুজ্জামান কায়সার, সিলভান টেকনোলজিসের সহকারী মহাব্যবস্থাপক শাহাদাত হাসান ও অ্যাসিস্ট্যান্ট ব্র্যান্ড ম্যানেজার মেরাজ বিন মিজান। উল্লেখ্য, সিলভান টেকনোলজিস লিমিটেড প্যানেল প্রস্তুতের পাশাপাশি বিশ্বমানের ট্রান্সফরমার, প্রি- ইঞ্জিনিয়ার্ড বিল্ডিং বাজারজাত করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিশ্বমানের বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদন করবে সিলভান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ