পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
কম খরচে এখন বিশ্বমানের চিকিৎসা সুবিধা মিলছে বিআরবি গ্রুপের প্রতিষ্ঠান বিআরবি হসপিটাল লিমিটেড। দেশে এটিই একমাত্র হাসপাতাল যেখানে ‘গো গ্রিন’ হেলথ কেয়ার’র ধারণা ও নীতিমালা অনুসারে পরিবেশগত মান সুরক্ষা করা হয়। রাজধানীর পান্থপথে অবস্থিত এ হাসপাতালে এখন উন্নত বিশে^র চিকিৎসা সেবা পাচ্ছেন দেশের মানুষ।
চিকিৎসা সেবায় উন্নত প্রযুক্তির ছোঁয়া লেগেছে অনেক আগেই। কিন্তু উন্নত বিশ্বের আধুনিক চিকিৎসা সেবা ব্যয় বহুল। চিকিৎসা খাতে সেবার মানসিকতা নিয়ে এ হাসপাতালকে অন্তর্ভুক্ত করে বিআরবি গ্রæপ এখন সাধ্যের মধ্যে উন্নত সেবা প্রদানে সচেষ্ট। বিশ্বমানের ইকো- হেলথকেয়ার’ ধারণায় ভবনের নকশা ও নির্মাণকাজ সম্পন্ন করে এই হাসপাতাল রোগ নিরাময়ে যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে। ম্যাক্রো সিস্টেমে তৈরি অবকাঠামোর কারণেই এখানে রোগীদের চাহিদা পূরণ হয়।
সরেজমিনে হাসপাতাল পরিদর্শন করে দেখা যায়, রাজধানীর ৭৭/এ, পূর্ব রাজাবাজার, পান্থপথে আধুনিক বহুতলা ভবনে শোভা পাচ্ছে এ হাসপাতালটি। ’আপনার নিরাময় ও প্রশান্তির বিশ^স্ত দায়িত্বে আমরা’ স্লোগানে খুব অল্প সময়ের মধ্যেই চিকিৎসা সেবায় এ হাসপাতাল সকলের নজর কেড়েছে। এখানে রয়েছে রোগ নির্ণয়ে সর্বাধুনিক যন্ত্রপাতি, প্রযুক্তির ব্যবহার ও সকল ক্ষেত্রে তুলনামূলক কম খরচের সুবিধা। জরুরি প্রয়োজনে রোগির স্বজনদের একটি ফোনই যথেষ্ঠ। এখানে রয়েছে ২৪ ঘন্টার স্বাস্থ্যসেবার নিশ্চয়তা। রয়েছে নিজস্ব হেলিকপ্টার ও অ্যাম্বুলেন্স দেশের যে কোন জায়গা থেকে রোগি পরিবহনের সুবিধা।
দেশের সর্বাধুনিক গ্যাস্ট্রোএন্টারোলোজি সেন্টার প্রতিষ্ঠিত হয়েছে এ হাসপাতালে। সংযুক্ত হয়েছে অত্যাধুনিক রোগ নির্ণয় যন্ত্রপাতি। এর মাধ্যমে রোগির অপারেশন ছাড়াই পরিপাকতন্ত্রের রক্তক্ষরণ বন্ধসহ জটিল রোগের চিকিৎসা করা হয়। বিভাগের প্রধান অধ্যাপক ডা. মো. হাসান মাসুদ জানান, গ্যাস্ট্রোএন্টারোলজি ও হেপাটোলজি বিভাগে সংযুক্ত করা হয়েছে বিশ্বের অন্যতম সেরা যন্ত্রপাতি। এর ফলে অনেক জটিল রোগ সনাক্ত ও নিরাময় সহজ হয়েছে। তিনি বলেন, সুন্দর ও মনোরম পরিবেশে রোগীদের সেবা দিয়ে তাদের হাসিমুখ দেখতে পারায় তিনি এ হাসপাতালকে নিয়ে গর্বিত।
দেশের খ্যাতিমান সার্জন প্রফেসর মহম্মদ আলীর নেতৃত্বে হেপাটোবিলিয়ারি প্যানক্রিয়েটিক সেন্টারে লিভার, পিত্তথলি, অগ্নাশয়, পিত্তনালী, অগ্নাশয় নালীসহ পাথর, টিউমারের অপারেশন ও চিকিৎসা পরিচালিত হচ্ছে।
এ হাসপাতালের মাধ্যমে দেশে প্রথম চালু হয়েছে আন্তর্জাতিক মানের নিউরো সেন্টার। ব্রেইন এন্ড স্পাইন সেন্টারে মস্তিস্ক ও মেরুদন্ডের সকল রোগ সহজে শনাক্ত ও সর্বাধুনিক চিকিৎসা প্রদানের অভিজ্ঞতা ডাক্তারসহ সব রকমের সুযোগ সুবিধা রয়েছে। বাংলাদেশে এখানেই রয়েছে একমাত্র নিউরোসার্জারি প্রযুক্তি ও-আর্ম ও-২ ইন্ট্রা-অপারেটিভ ইমেজিং অ্যান্ড নেভিগেশন সিস্টেম, যার মাধ্যমে মস্তিস্কের জটিল অপারেশনের আগের এমআরআই পরীক্ষার ফলাফলের ভিত্তিতে সম্পূর্ণ প্রযুক্তির মাধ্যমে সম্পন্ন করা হয়। এখানে মস্তিস্কের টিউমারসহ অন্যান্য অপারেশনের জন্য সর্বাধুনিক এ প্রযুক্তির ব্যবহার ইতিমধ্যে সাড়া ফেলেছে। এ বিভাগের প্রধান ডা. ফজলে মাহমুদ জানান, মস্তিস্ক ও বিভিন্ন জটিল স্নায়ু রোগের চিকিৎ্সায় দেশের মানুষ প্রায়ই বিদেশে যান। এ হাসপাতাল তা থেকে দেশবাসীকে মুক্তি দিয়েছে। বিশ্বমানের নিউরো সার্জারি চিকিৎসা সরঞ্জাম ও দক্ষ নিউরো সার্জিক্যাল টিম এখানে সে সেবা প্রদান করছে। এ হাসপাতালে ইতিমধ্যে অত্যন্ত মনোরম পরিবেশে ‘মাদার অ্যান্ড চাইল্ড কেয়ার’ সেন্টার চালু করা হয়েছে। দেশের খ্যাতনামা মা ও শিশু স্বাস্থ্য বিশেষজ্ঞরা এখানে ২৪ ঘন্টা সেবা প্রদান করছেন। এর মধ্যে স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ, শিশু রোগ বিশেষজ্ঞ, নবজাতক রোগ বিশেষজ্ঞ, নবজাতকদের জন্য অত্যাধুনিক নিবিড় পরিচর্যা কেন্দ্র্রসহ মনোরম পরিবেশে এ সেন্টারে স্বাভাবিক প্রসব ও সিজারিয়ান ডেলিভারির ব্যবস্থা রয়েছে।
ডায়ালাইসিস সুবিধাসহ ‘ইউরোলজি ও নেফ্রোলজি’ সেন্টারের মাধ্যমে মূত্রনালী ও কিডনি সম্পর্কিত দুরারোগ্য রোগের চিকিৎ্সা ব্যবস্থা রয়েছে এ হাসপাতালে। চলমান সময়ে এখানে সংযুক্ত করা হয়েছে সর্বাধুনিক যন্ত্রপাতি। এ বিভাগে ২৪ ঘন্টা বিশেষজ্ঞ ডাক্তারের তত্বাবধানে সেবা প্রদান করা হচ্ছে। এখানে কিডনি, প্রোস্টেট ও মূত্রনালীর যাবতীয় অপারেশনসহ চিকিৎসা প্রদান করা হচ্ছে। এ বিভাগের প্রধান ডা. মোহাম্মদ আব্দুল হামিদ বলেন, নারী ও পুরুষের সমন্বয়ে এ বিভাগে দক্ষ ও বশেষজ্ঞ ডাক্তার রয়েছেন। সার্বক্ষণিক এসব ডাক্তারদের তত্বাবধানে এ বিভাগের রোগীদের সেবা প্রদান করা হয়। -বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।