Inqilab Logo

মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫ হিজরী

অপরিকল্পিত স্লুইসগেট বিপদ ডেকে আনলো কৃষকের

| প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

আদমদীঘি (বগুড়া) উপজেলা সংবাদদাতা : বগুড়ার আদমদীঘি উপজেলার রক্তদহ বিলের সøুইসগেট এলাকা কৃষকের মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। গত কয়েক দিনের ভারি বৃষ্টিতে চলতি মৌসুমীর বিলপারের আশপাশ এলকার প্রায় ৫০০ হেক্টর ইরি-বোরোর আধা পাকা ধান পানির নীচে তলিয়ে গাছে। এসব তলিয়ে যাওয়া ধান রক্ষা করতে ও বরেন্দ্র প্রকল্পের অপরিকল্পিত বাঁধের সøুইসগেট অপসারণের দাবীতে বিলপাড়ের কয়েক গ্রামের কৃষকরা উপজেলা প্রশাসন চত্বরে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছে। জানা গেছে, আদমদীঘি উপজেলার পাশের উপজেলা রানীনগরের ঝিনা এলাকায় বরেন্দ্র প্রকল্পের অপরিকল্পিতভাবে সøুইসগেট নির্মাণ করার  কারণে রক্তদহ বিলের প্রায় পাঁচ শত হেক্টর জমির আধাপাকা  ইরি-বোরো ধান টানা বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। এতে আদমদীঘি উপজেলার কদমা, করজবাড়ি, গনিপুর, দমদমা, প্রসাদখালী, সান্দিড়া, ছাতনি, ঢেঁকড়া, ডাঙ্গাপাড়াসহ প্রায় ১৫ গ্রামের কৃষকেরা তাদের তলিয়ে যাওয়া ধান নিয়ে দুশ্চিন্তায় পড়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকরা সোমবার দুপুরে  আদমদীঘি উপজেলা চত্বরে মানববন্ধন কর্মসূচি পালন করেছে। ক্ষতিগ্রস্ত স্থানীয় কৃষকের সাথে একাত্মতা ঘোষণা দিয়ে বক্তব্য রাখেন আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান সিরাজুল ইসলাম খান রাজু, আদমদীঘি সদর ইউনিয়ন চেয়ারম্যান জিল্লুর রহমান, করজবাড়ি গ্রামের কৃষক নেতা আবদুল হক, জালাল হোসন, দক্ষিণ গনিপুর গ্রামের আনোয়ার হোসেন, দমদমা গ্রামের গোলাম আমবিয়া লুলু প্রমুখ। পরে ওই দাবীতে আদমদীঘি উপজেলা নির্বাহী অফিসার বরাবরে দুই শতাধিক কৃষকের স্বাক্ষর করা একটি আবেদন পত্র দিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অপরিকল্পিত

৭ ফেব্রুয়ারি, ২০২২
২৪ জানুয়ারি, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ