বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুর থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেল ৫টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদর উপজেলার হোতাপাড়া এলাকার একটি ঝোপ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ। জয়দেবপুর থানার হোতাপাড়া ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল হক জানান, ঢাকা থেকে ময়মনসিংহগামী আলম এশিয়া পরিবহনের একটি বাস সোমবার রাত সাড়ে ৭টার দিকে ওই যুবককে চাপা দিয়ে লাশ ঝোপে ফেলে পালিয়ে যেতে থাকে। যাত্রীদের কাছ থেকে অভিযোগ পেয়ে বাসের পিছু ধাওয়া দিলে চালক ও হেলপার মহাসড়কের গাজীপুর সদরের ভবানীপুর এলাকায় বাসটি ফেলে পালিয়ে যায়। পরে রাত ৮টার দিকে বাসটি উদ্ধার করা হয় এবং জঙ্গলে তল্লাশি করে মঙ্গলবার বিকেল সোয়া ৫টার দিকে লাশটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। তিনি আরো জানান, ওই যুবকের আনুমানিক বয়স ২৫ বছর। পরনে চেক লুঙ্গি ও লাল-হলুদ চেক গেঞ্জি রয়েছে এবং মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।