Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শামসুল হক সরকারের স্মরণসভা

| প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

ময়মনসিংহ অফিস : ময়মনসিংহের উপজেলা জাসদের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক আজকের ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলা প্রতিনিধি সাংবাদিক শামসুল হক সরকারের স্মরণসভা গতকাল মঙ্গলবার বিকেল ৩টায় স্থানীয় বঙ্গবন্ধু পাবলিক হলে অনুষ্ঠিত হয়।
উপজেলা জাসদের আয়োজনে এ স্মরণসভায় সভাপতিত্ব করবেন শরীয়ত উল্লাহ মাস্টার। এতে উপস্থিত থাকবেন জাসদের কেন্দ্রীয় নেতা শওকত রায়হান, কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারন সম্পাদক ও জেলা জাসদের সাধারন সম্পাদক অ্যাড. সাদিক হোসেন, কেন্দ্রীয় কমিটির সহ-সম্পাদক ও মহানগর জাসদের সভাপতি পৌর কাউন্সিলর সৈয়দ শফিকুল ইসলাম মিন্টু, জেলা জাসদের সহ-সভাপতি রতন সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. নজরুল ইসলাম চুন্নু, সাংগঠনিক সম্পাদক অ্যাড. শিব্বির আহম্মেদ লিটন, ফুলবাড়ীয়া জাসদের সাবেক সভাপতি ও প্রেসক্লাব ময়মনসিংহের সাধারণ সম্পাদক মো. শামসুল আলম খান, মহানগর জাসদ নেতা পারভেজ শাহনেওয়াজ লিটন, আমিনুল ইসলাম আমীন। অনুষ্ঠানে সঞ্চালনে থাকবেন ফুলবাড়ীয়া জাসদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মাস্টার ও ইব্রাহিম খলিল মাস্টার।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শামসুল


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ