Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মান্দায় দুই ইটভাটার নির্গত বিষাক্ত গ্যাসে ১২০ বিঘা জমির ধানসহ ফসল পুড়ে নষ্ট ১২ লাখ টাকার ক্ষতি

| প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

নওগাঁ জেলা সংবাদদাতা : নওগাঁর মান্দায় দুই ইটভাটার চিমনির নির্গত অতিরিক্ত বিষাক্ত গ্যাসে ১২০ বিঘা জমির ধানসহ ফসল পুড়ে নষ্ট হয়ে গেছে। এতে প্রায় ১২ লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে ক্ষতির শিকার কৃষক ও স্থানীয়রা অভিযোগ করেছেন। সরেজমিন ঘটনাস্থলে গিয়ে জানা যায়, উপজেলার কাশোপাড়া ইউনিয়নের কুলিহার গ্রামের ফেলু প্রামানিকের ছেলে আবদুল খালেক প্রামানিক জলছত্র-পাঁজরভাঙ্গা রাস্তার কুলিহার মোড়ে ফসলী জমির মধ্যে গত দুই বছর থেকে এসইপি নামে একটি নতুন ইটভাটা স্থাপন করে ব্যবসা পরিচালনা করে আসছিলেন পরিবেশ অধিদপ্তরের কোন ছাড়পত্র ছাড়াই। ঘটনার দিন ও এ বছরের শেষ দিনে গত সোমবার সকালে সব হিসাব-নিকাশ করে ফায়ারম্যান শরিয়তপুরের আল আমিন ও ইট পোড়ানো ৬ জন শ্রমিকদের মজুরি প্রদান করেন। দুপুরে একটি ভোজের আয়োজন করেন ভাটা মালিক। খাওয়া-দাওয়া শেষে ফায়ারম্যান আল আমিন ও ইট পোড়ানো শ্রমিকরা বিদায় নেন। এদিকে বিকেল ৪টার দিকে ফায়ারম্যান ইটভাটার (ভ্যাকুয়াম/কানেকটিং) গ্যাস হঠাৎ খুব জোরে ১০৫ ফুট চিমনি দিয়ে নির্গত হতে থাকে। নির্গত গ্যাসের চাপে ও আগুনে আশপাশের প্রায় ৭০ বিঘা জমির বোরো ধান, আখ, পাট, তিল, আমবাগান, কলাবাগান, লিচু, আমড়া গাছ, জলপাই, নারকেল গাছসহ অন্যান্য ফসলের গাছপালা ঝলসে ও পুড়ে ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়। এতে প্রায় ৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।
ঘটনাটি ছড়িয়ে পড়লে ক্ষতিগ্রস্ত কৃষকরা কান্নায় ভেঙে পড়েন। তবে মঙ্গলবার সকালে ভাটা মালিক আবদুল খালেক প্রামানিক এসব ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ দিতে প্রতিশ্রæতি দিয়েছেন বলে ক্ষতিগ্রস্ত কৃষকরা জানান। তবে সাংবাদিকদের ডাকলে কোন ক্ষতিপূরণ দেয়া হবে না বলে ও সাফ জানিয়ে দেন।
ভাটার ম্যানেজার উজ্জল হোসেন জানান, গত বছর আবদুল খালেক প্রামানিক তার ইটভাটাটি স্থাপন করেন। গত বছর প্রায় ১৫ লাখ ও বর্তমান বছরে প্রায় ২০ লাখ পিস ইট পোড়ানো হয়। বর্তমানে এক নম্বর ইট ৭,২০০ টাকা প্রতি হাজারে বিক্রি করা হচ্ছে। ভাটা মালিক আবদুল খালেক প্রামানিকের মুঠোফোনে বেশ কয়েকবার কল দিলে তিনি ফোন রিসিভ করেননি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: মান্দা


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ