Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মান্দায় দেড় হাজার হেক্টর জমির বোরো ধান পানির নিচে

| প্রকাশের সময় : ২৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

নওগাঁ জেলা সংবাদদাতা : নওগাঁর মান্দায় প্রবল বর্ষণে ও উজান থেকে নেমে আসা ঢলের পানিতে দেড় হাজার হেক্টর জমির বোরো ধান নিমজ্জিত হয়েছে। ধান পাকার আগেই পানিতে তলিয়ে গেলে কৃষকদের মধ্যে হাহাকার দেখা দিয়েছে। গুটি কয়েকজন কৃষককে তলিয়ে যাওয়া ধান কেটে নিতেও দেখা গেছে। আত্রাই নদীর উপজেলার প্রসাদপুর গ্রামের ৭/৮ জন শ্রমিককে নদীর ধারে আবাদকৃত অর্ধপাকা ধান কেটে নৌকার উপর নিতে দেখা যায়। এ সময় তাদের মধ্যে ছিল হতাশার ছাপ। এবার উপজেলার পাঠাকাঠা থেকে মিঠাপুর সীমানা পর্যন্ত আত্রাই নদীর উভয় তীরে প্রায় ২০০ হেক্টর জমিতে বোরো ধান রোপণ করেছিল এখানকার কৃষক ও জমির মালিকরা। এছাড়া নানা রকমারী ফসল চাষ করেছিল। সব কিছু উজান থেকে নেমে আসা ঢলের পানিতে তলিয়ে গেলে তাদের মাথায় হাত পড়েছে। দু’এক জন কৃষক ও তার পরিবারের সদস্যরা সেটুকু ধান কেটে নিয়েছেন তা  শ্রমিকের মজুরি দিতে সব মেষ হয়ে যাবে, তাদের খরচ উঠবেনা বলে হা-হুতোষ করছেন। তাছাড়া হাটোইর গ্রামে গিয়ে দেখা গেছে, গ্রামের কৃষকরা তলিয়ে যাওয়া ধান কেটে ঘরে তোলায় ব্যসবত সময় পার করছেন। এ গ্রামের বেশিরভাগ কৃষক চলতি মওসুমে ছাতড়া বিলে তাদের বোরো ধান রোপণ করেছিলেন। কৃষকরা জানান, বৃহস্পতিবার হতে শনিবার পর্যন্ত থেমে থেমে বৃষ্টির পানি জমে নওগাঁর নিয়ামতপুর উপজেলার পুঙ্গির খাড়ি হয়ে ছাতড়া বিলে এসে পড়ে। ধান পাকার আগ মুহূর্তে হঠাৎ বৃষ্টি ও ঢলের পানি বৃদ্ধিতে তারা হতাশ হয়ে পড়েছেন। অল্প সময়ের ব্যবধানে তাদের অর্ধপাকা ধান তলিয়ে যায়। এছাড়া ছাতড়া বিলের পানি মান্দা উপজেলার কালীতলা হয়ে শিবনদীতে গিয়ে জমা হয়েছে। পানির তোড়ে উপজেলার ভারশোঁ ইউনিয়নের কশবা মান্দা বিলের খাস মান্দা, দেউল, দুর্গাপুর, হাড়কিশোর, রাধানগর, কোঁচড়া, বাদলঘাটা, ভালাইন ইউনিয়নের মনোহরপুর, মহেশপুর, গাংতা, চুকাইনগর, পরানপুর ইউনিয়নের হাটোরই, পরানপুর এবং তেঁতুলিয়া ইউনিয়নের বিলউথরাইল, শ্যাল্লা, এবং কুরকুচি বিলের তলার জমির ধান তলিয়ে গেছে। এসব এলাকার বেশিরভাগ কৃষক এখন বোরো ধান হারিয়ে পথে বসেছেন। তারা জানান, এ বছর বোরো ধানের চাষ করতে ব্যাংক ও বিভিন্ন এনজিও থেকে তারা চড়া সুদে ঋণ নিয়েছেন। বাঁকিতে কিনেছেন সার ও কীটনাশক। উপজেলা কৃষি অফিস সূত্র জানান, উপসহকারী কৃষি কর্মকর্তারা দায়িত্বপ্রাপ্ত ইউনিয়নের বøকগুলোতে গিয়ে  ক্ষতিগ্রস্ত কৃষকদের নামের তালিকা ও জমির পরিমান সংগ্রহ করেছেন। মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ নুরুজ্জামান খান জানান, দুর্গত এলাকা পরিদর্শনসহ ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকা তৈরির জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দেয়া হয়েছে। মান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক আবদুর রশিদ দুর্গত এলাকা পরিদর্শন করে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য প্রয়োজনীয় করণীয় সর্ম্পকে ব্যবস্থা নিচ্ছেন বলে জানান।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ