নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : অনুর্ধ্ব-১৮ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপে রায়হানের অনবদ্য হ্যাটট্রিকের সুবাদে সহজ জয় পেয়েছে সিলেট। গতকাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে তার সিলেট ৩-১ গোলে হারায় চট্টগ্রামকে। ম্যাচের ৪২, ৪৭ ও ৫৩ মিনিটে একাই তিন গোল করেন সিলেটের রায়হান। চট্টগ্রামের হয়ে এক গোল শোধ দেন ফখরুল। এছাড়া কমলাপুরস্থ বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনের অন্য ম্যাচে সাতক্ষিরা ৩-০ গোলে হারায় বরিশালকে। বিজয়ী দলে পক্ষে শাহজাদা ও বাবুল জয়ী দলের হয়ে একটি করে গোল করলেও বরিশালের হয়ে আত্মঘাতি গোল করেন রাশেদ। এ দু’টি ম্যাচ আগের দিনের পরিবর্তে গতকাল অনুষ্ঠিত হয়। আর গতকালকের নির্ধারিত দু’টি ম্যাচে জিতেছে রাজশাহী ও বিকেএসপিক। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে রাজশাহী ২-১ গোলে রংপুরকে এবং বিকেএসপি ৪-২ গোলে ঢাকাকে হারায়।
ক্রীড়া সাংবাদিক সুমন বাকীর মাতার ইন্তেকাল
স্পোর্টস রিপোর্টার : পাক্ষিক ক্রীড়ালোকের সাবেক স্পোর্টস রিপোর্টার সুমন বাকীর মা মমতাজ বেগম আর নেই। গতকাল বিকেলে ইন্তেকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমা মমতাজ বেগম দীর্ঘদিন ধরে ডায়াবেটিস রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। মৃত্যুকালে তিনি এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী ও আত্মীয়স্বজন রেখে যান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশসহ মরহুমার আত্মার মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে বাংলাদেশ স্পোর্টস জার্নালিস্টস কমিউনিটি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।