Inqilab Logo

শুক্রবার , ৯ জুন ২০২৩, ২৬ জ্যৈষ্ঠ ১৪২৯, ১৯ যিলক্বদ ১৪৪৪ হিজরী

মঞ্চে উপস্থিত মির্জা ফখরুল, চলছে কেন্দ্রিয় নেতৃৃবন্দের বক্তব্য

সিলেট ব্যুরো | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০২২, ৩:০১ পিএম

বিএনপির সিলেট বিভাগীয় গণসমাবেশের প্রধান অতিথি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঞ্চে এসে পৌছেছেন তিনি। দুপর পৌনে ২টার দিকে মঞ্চে এসে পৌঁছান তিনি। আজ শনিবার (১৯ নভেম্বর) বিএনপির বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে সিলেটে। সিলেটে বিএনপির গণসমাবেশ শুরুর সময় ছিল বেলা ২টা। তবে এর প্রায় আড়াই ঘন্টা আগেই শুরু হয়েছে সমাবেশ। আজ সকাল সাড়ে ১১টার দিকে এই সমাবেশ শুরু হয়। এ রিপোর্ট লেখা (বেলা ২টা) পর্যন্ত স্থানীয় ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখছেন। বিএনপি নেতারা জানান, কোরআন তেলাওয়াত ও মোনাজাতের মধ্য দিয়ে সকাল সাড়ে ১১টায় সমাবেশ শুরু হয়। পরে সমাবেশে স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখতে শুরু করেন। নেতা-কর্মীদের অবর্ননীয় কষ্টের বিষয়টি বিবেচনা করে সমাবেশ আগেই শুরু করা হয়েছে। এদিকে, আলিয়া মাদরাসা মাঠে হাজার হাজার নেতা-কর্মী উপস্থিত হয়েছেন। শনিবার সকাল থেকে মিছিল সহকারে তারা সমাবেশে যোগ দেন। এখনও সমাবেশে আসছে 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিলেট


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ