পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
সেনা নিয়ন্ত্রণে বাঁধ নির্মাণ করতে হবে -পীর সাহেব চরমোনাই
স্টাফ রিপোর্টার : হাওড় অঞ্চলের বিপর্যস্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সরকার, দেশবাসী, বিত্তবান ও বিভিন্ন সংগঠন সংগঠনের নেতাকর্মীসহ সকলের প্রতি আহŸান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম- পীর সাহেব চরমোনাই।
গতকাল এক বিবৃতিতে তিনি বলেন, বৃষ্টি ও পাহাড়ি ঢলে হাওর অঞ্চলের সকল মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য সরকারের সাহায্য অপ্রতুল হওয়ায় তিনি সরকারি সাহায্য বাড়ানোর দাবি জানান। পীর সাহেব চরমোনাই বলেন, বাঁধ নির্মাণের সময়সীমা অনেক আগেই শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত সম্পন্ন না হওয়ায় হাওরবাসী মানুষ অপুরণীয় ক্ষতির সম্মুখীন হলো। হাওর প্লাবিত হওয়ার পেছনে পানি উন্নয়ন বোর্ডের গাফিলতি এবং দুর্নীতি দায়ী কি না তাও খতিয়ে দেখার আহŸান জানান তিনি। শুধুমাত্র পানি পরীক্ষা, মাছ পরীক্ষা এবং বাঁধ ভাঙল কেন এই নিয়ে নামে মাত্র কমিটি করে দায়ভার এড়ানোর চেষ্টা হচ্ছে যা দুর্গত মানুষের সাথে উপহাসের শামিল। তিনি এ বিষয়ে একজন সিনিয়র বিচারকের অধীনে একটি টেকনিক্যাল কমিটি গঠনের আহŸান জানান।
পীর সাহেব চরমোনাই হাওর অঞ্চলকে দ্রæত ‘দুর্গত এলাকা’ ঘোষণা করে ক্ষতিগ্রস্ত কৃষকদের জরুরি পুনর্বাসন এবং হাওর এলাকার সমস্যার স্থায়ী সমাধাণের পদক্ষেপ গ্রহণের দাবি জানান। বাঁধ নির্মাণে যারা দুর্নীতি করেছে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। দুর্গত এলাকায় সেনাবাহিনী মোতায়েন করে তাদের তত্ত¡াবধানে বাঁধ নির্মাণসহ যথাযথ উন্নয়নমূলক কর্মকাÐের দাবি করেন। পীর সাহেব চরমোনাই হাওর অঞ্চলগুলোর মানুষকে বাঁচাতে হবে। তাই দুর্গতপ্রবল অঞ্চলগুলোতে সরকারি সাহায্য সহযোগিতা আরো বাড়াতে এবং উন্নয়নের আওতায় আনার কার্যকরি উদ্যোগ গ্রহণের দাবি জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।