Inqilab Logo

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ০২ জ্যৈষ্ঠ ১৪৩১, ০৭ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বিএসটিআইর ভেজালবিরোধী বিশেষ অভিযান

| প্রকাশের সময় : ২৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিএসটিআই, প্রধান কার্যালয়, ঢাকা-এর উদ্যোগে মানিকগঞ্জ জেলার বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মিজ্ সানজিদা শাহ্নাজের নেতৃত্বে, র‌্যাব-৪-এর মেজর আব্দুল হাকিম ও বিএসটিআইর সহকারী পরিচালক এসএম আবু সাঈদের উপস্থিতিতে এবং মানিকগঞ্জ জেলা পুলিশের সহযোগিতায় সম্প্রতি আকিজ জর্দা ফ্যাক্টরী লিঃ, গোলড়া, মানিকগঞ্জ-এ ভেজালবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিএসটিআইর লাইসেন্স গ্রহণ না করে ও গুণগতমান যাচাই না করে অবৈধভাবে বিএসটিআইর মানচিহ্ন ব্যবহার করে জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর আকিজ ব্রান্ডের জর্দা উৎপাদন ও বিক্রি-বিতরণ করার দায়ে প্রতিষ্ঠানটির ফ্যাক্টরী ইনচার্জ রুহুল কুদ্দুসসহ দায়িত্বশীল ৩ কর্মকর্তাকে বিএসটিআইর ১৯ ধারা লংঘনের দায়ে ১,০০,০০০/- এবং ভোক্তা অধিকারের সংশ্লিষ্ট ধারা লংঘনের দায়ে ৫০,০০০/- টাকাসহ মোট ১,৫০,০০০/- টাকা জরিমানা আদায়সহ বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে প্রায় ১০,০০,০০০.০০ (দশ লক্ষ) টাকা বাজারমূল্যের ১,৫০০ কার্টুন জর্দা ধ্বংস করা হয়। এছাড়া বকশিবাজার ও বেগমবাজার এলাকায় বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালতের অভিযানকালে বিএসটিআইর গুণগতমান পরীক্ষণ ব্যতীত আমদানিকৃত সফট ড্রিংক পাউডার (ব্রান্ড : ট্যাংক), টয়লেট সাবান, মিল্ক পাউডারসহ বিভিন্ন ভোগ্য ও কসমেটিক্স পণ্য বিক্রি করার দায়ে জারা এন্টারপ্রাইজকে ১০,০০০ টাকা, আব্দুল হাকিম ট্রেডার্সকে ৭,০০০ টাকা, রাহাত এন্টারপ্রাইজকে ১০,০০০ টাকা জরিমানা করেন। আরকে ক্যাবল ইন্ডাস্ট্রিজ, ১০১/১, বকশীবাজার রোড এ অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটির মালিক অনুপস্থিত থাকায় ৩ জন ব্যবস্থাপককে বিআরবি ব্রান্ডের নকল ক্যাবল এবং মানহীন ইএসপিএন ও আরকে ব্রান্ডের ক্যাবল উৎপাদন ও বিক্রি বিতরণ করার দায়ে প্রত্যেককে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন এবং জব্দকৃত ১০০ কয়েল ক্যাবল ধ্বংস করা হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভিযান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ