প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : গত দুই বছর ধরে অভিনেত্রী নওশীন একটি এফএম রেডিওর অনুষ্ঠান পরিচালক হিসেবে কাজ করছিলেন। ফলে অভিনয় থেকে দূরে সরেছিলেন। চাকরির কারণে মাসে মাত্র চার/পাঁচ দিন শুটিং করতে পারতেন। এবার অভিনয়ে পুরো মনোযোগী হওয়ার জন্য চাকরি ছেড়ে দিয়েছেন। নওশীন বলেন, ‘বেশ ভালোই কাটছিলো রেডিওর চাকরির দিনগুলো। তবে এর কারণে আমার মূল জায়গা অভিনয় থেকে দূরে সরে যাচ্ছিলাম। অভিনয় আমার ভালোলাগা, ভালোবাসা। এখান থেকে আমি দূরে সরে যেতে চাই না। তাছাড়া রেডিওতে চাকরিকালীন সময়ে বিভিন্ন জনের কাছ থেকে চাকরি দেবার জন্য অনুরোধ আসতো। এটাও একটা কারণ। এই দুটো কারণ মিলিয়েই আমি চাকরি ছেড়ে দিলাম। এখন বেশ মন দিয়ে অভিনয় করতে পারছি। ভালো স্ক্রিপ্ট হলেও সময় দিয়ে নিজের মনের মতো অভিনয় করতে পারছি।’ নওশীন জানান, এরইমধ্যে তিনি জাহিদ হাসানের নির্দেশনায় ‘ভ্যাগাবন্ড’, আলভী আহমেদ’র নির্দেশনায় ‘শ্বাশুড়ি জিন্দাবাদ’, তারিক মুহাম্মদ হাসানের নির্দেশনায় ‘চিরকুমারী ক্লাব’, বি ইউ শুভ’র নির্দেশনায় ‘লাইফ ইন এ মেট্রো’ ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন। এছাড়া নওশীন তার প্রযোজনা সংস্থা ‘কেবিন ব্যাগ এন্টারটেইনম্যান্ট’ থেকে নাটক প্রযোজনা করছেন। এরইমধ্যে আগামী ঈদের জন্য একটি ছয় পর্বের ধারাবাহিক নাটক প্রযোজনা করেছেন। ঈদের পর প্রযোজনায় আরো নিয়মিত হবেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।