পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
‘এটম গাম’ এর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন টাইগার পেসার তাসকিন আহমেদ। শনিবার রাজধানীর একটি হোটেলে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রাণ কনফেকশনারির হেড অব মার্কেটিং সাখাওয়াত আহমেদ। এসময় তরুণ এ ফাস্ট বোলার নতুন করে এটম গামের মোড়ক উন্মোচন করেন। ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে তাসকিন আহমেদ আগামী দুই বছর এটম গামের বিভিন্ন প্রমোশনাল কাজে অংশগ্রহণ করবেন বলে অনুষ্ঠানে জানানো হয়। সাখাওয়াত আহমেদ জানান, তাসকিন বাংলাদেশের একজন তারকা ক্রিকেটার। তাকে এটম গামের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পাওয়ায় আমরা গর্বিত। তরুণ এ পেসার এটম গামের জনপ্রিয়তাকে আরো বাড়িয়ে দেবেন বলে আশা প্রকাশ করেন তিনি। তাসকিন বলেন, এটম গাম দেশের জনপ্রিয় একটি ব্র্যান্ড। এই ব্র্যান্ডের জন্যে কাজ করার সুযোগ পেয়ে আমি আনন্দিত। অনুষ্ঠানে প্রাণ কনফেকশনারির ব্র্যান্ড ম্যানেজার সাজ্জাদ হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। -বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।