Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লাকী ভাইয়ের গান গাওয়া সহজ নয় -আসিফ

| প্রকাশের সময় : ২৫ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : শ্রোতাপ্রিয় গান তৈরিতেই ব্যস্ত থাকতাম ক্যারিয়ারের শুরুতে। মাঝে মাঝে দেশ কিংবা বিষয়ভিত্তিক গানও হতো আমার জন্য। একসময় উপলব্ধি হলো, হিটের চেয়ে কিছু মানসম্পন্ন গান আমার বেঁচে থাকার জন্য প্রয়োজন। ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করার সময় প্রথমেই শ্রদ্ধেয় সদ্যপ্রয়াত লাকী আখন্দ ভাইয়ের নাম মাথায় এলো। এর মধ্যে আমাদের কুমিল্লার সিনিয়র মিউজিশিয়ান মিনহাজ ভাই এবং পিন্টু ভাই বললেন তাদের কাছে লাকী ভাইয়ের সুর করা একটি অপ্রকাশিত গান রয়েছে, টাইটেল-সময় থেমে গিয়েছিলো। লাকী ভাই তখন মিউজিক থেকে বিরতিতে ছিলেন। পত্র-পত্রিকায় নিউজ হলো ‘সময় থেমে গিয়েছিলো’ গানটি আমি গাইছি। হঠাৎ করেই (২০১৩ সালে) মোবাইলে মেসেজ এলো আমি লাকী আখন্দ। ব্যস্ত সমস্ত হয়ে ফোন ব্যাক করলাম। লাকী ভাই প্রথমেই আমাকে চিনতে পারেননি, চেনার চেষ্টাও করেননি। শুধু জিজ্ঞেস করলেন আমি গানটা কোথায় পেয়েছি। ইতিহাস শুনে বললেন, এই গানটি গাওয়ার যোগ্যতা তোমার নেই, এটি তাল ছাড়া গান, তোমাকে দিয়ে এই গান হবে না। সুতরাং গানটি গাওয়ার চেষ্টা করো না। আমি রণেভঙ্গ দিলাম, বুঝে গেছি লাকী ভাইয়ের গান পাওয়া কিংবা গাওয়া এত সহজ নয়, আমি অন্য কাজে মনোযোগী হলাম। বছর দুয়েক পরে আবার একটা মেসেজ এলো আমি লাকী আখন্দ। নাম্বার স্টোর করা ছিল, সাথে সাথে কলব্যাক, বললেন তিনি আমার সঙ্গে দেখা করে কথা বলতে চান। আমার শরীরে বৈদ্যুতিক প্রবাহ খেলে গেল, অফিসে দাওয়াত দিলাম। তিনি এলেন, বসলেন, অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে বললেন, বস আমি তোমাকে গান দেব, তুমি অনেক ভালো গাও, তখন আমি তোমাকে চিনতাম না, তোমার গানও শুনিনি। যখন শুনলাম তখন মনে হয়েছে তোমার জন্য গান করা দরকার। আমি খুশিতে গদগদ। লাকী ভাই প্রথম এবং শেষ গান আমাকে দিলেন। রাসেল আশেকী ভাইয়ের লেখা ‘আকাশের চাঁদ তুমি, জমিনের ফুল, তোমার সাথে মিলতে যাওয়া মস্ত বড় ভুল’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লাকী

৯ ফেব্রুয়ারি, ২০২২
২১ এপ্রিল, ২০১৭

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ