Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লিয়াকত আলী লাকীর কণ্ঠে ভুপেন হাজারিকার গান

প্রকাশের সময় : ৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বিনোদন ডেস্ক : উপমহাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী ভ‚পেন হাজারিকার গান গাইবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী। ভ‚পেন হাজারিকার ৫ম প্রয়াণ দিবস উপলক্ষে বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে আজ সন্ধ্যা ৬টায় একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে ‘মঙ্গল হোক এই শতকে মঙ্গল সবার’ শীর্ষক সঙ্গীত সন্ধ্যা আয়োজনে করা হয়েছে। ভ‚পেন হাজারিকার আমি এক যাযাবর, মানুষ মানুষের জন্য, তোমরা গেইলে কি আসিবেন মোর মাহুত বন্ধুরে, মঙ্গল হোক এই শতকে মঙ্গল সবার, আয় আয় ছুটে আয় সজাগ জনতা, চোখ ছল ছল করে ওগো মা, শরতবাবু খোলা চিঠি দিলাম তোমার কাছে, মোরা যাত্রী একই তরণীর এবং উই আর ইন দ্য সেইম বোট ব্রাদারসহ বেশকিছু গান গাইবেন লিয়াকত আলী লাকী। এছাড়াও ভ‚পেন হাজারিকার ৯০তম জন্মজয়ন্তী উপলক্ষে শিল্পকলা একাডেমি আয়োজিত ভ‚পেন হাজারিকার গানের কর্মশালায় প্রায় ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করে এদের মধ্যে থেকে বাছাইকৃত ২৫ জনের সমবেত কণ্ঠে আজ জীবন খুঁজে পাবি ছুটে ছুটে আয় এবং ঢাকা সাংস্কৃতকি দলের সমবেত কণ্ঠে দোলা হে দোলাসহ বেশকিছু গান পরিবেশিত হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লিয়াকত আলী লাকীর কণ্ঠে ভুপেন হাজারিকার গান
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ