Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আগামী নির্বাচনে আপাতত ক্ষমতার স্বপ্ন না দেখলে চলবে

বিএনপিকে মাহবুব-উল আলম হানিফ

| প্রকাশের সময় : ২৪ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে আপাতত ক্ষমতার স্বপ্ন না দেখার পরামর্শ দিয়ে আওয়ামী লীগের যুগ্ম সোধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, ভুল রাজনীতি, সন্ত্রাসী কর্মকা ও একাত্তরের পরাজিত শক্তিকে রক্ষা করার কারণে আপনারা (বিএনপি) জনগণ থেকে পা পা করে খাদের কিনারার দিকে যাচ্ছেন। তাই ক্ষমতায় যাওয়ার স্বপ্ন আপনাদের আপাতত না  দেখলেও চলবে।
গতকাল রোববার রাজধানীর পোস্টাল অডিটোরিয়ামে বাংলাদেশ পোস্টম্যান ও ডাক কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কাউন্সিল দ্বিবার্ষিক অধিবেশন ও আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্যের সমালোচনা করে হানিফ বলেন, মির্জা ফখরুল ইসলাম বললেন, সরকারের একতরফা নির্বাচন এবার আর হবে না। তার মানে কি আপনারা আগেই ‘ওয়াকওভার’ দিতে চাচ্ছেন? নির্বাচনে আসবেন কি আসবেন না, সেই সিদ্ধান্ত আগেই নিয়ে ফেলেছেন নাকি? না হলে বারবার ঘুরেফিরে এক কথা, বারবার একতরফা নির্বাচনের কথা বলছেন কেন?
তিনি বলেন, আমরা কি বলেছি, আমাদের সরকার কি বলেছে যে, আগামী নির্বাচন আমরা একতরফা করব? আপনাদের বাদ দিয়ে করব? এমন কথা কি কোথাও এসেছে? আমরা তো সব সময়ই বলেছি, সকল দলের অংশগ্রহণমূলক নির্বাচন আমরা চাই। কাউকে বাদ দিয়ে নির্বাচন করার বিশ্বাসী আমরা নই।
ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়া যাবে না মন্তব্য করে আওয়ামী লীগের এই যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ১৪ সালের নির্বাচনে বিএনপি নেত্রীকে আমাদের প্রধানমন্ত্রী দাওয়াত দিয়েছিলেন, এমনকি মন্ত্রিপরিষদে তাদের রাখা হবে বলেও বলেছিলেন। আপনারা ভাবছেন তৃতীয় কোনো শক্তি আপনাদের ক্ষমতায় বসিয়ে দিয়ে যাবে। ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার দিন শেষ। জনগণের  ম্যান্ডেট নিয়ে ক্ষমতায় যেতে হবে। আওয়ামী লীগ জনগণের ক্ষমতায় বিশ্বাসী। তাই ভোটের মাধ্যমে, নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতায় যেতে চাই।
বিএনপির ভুলের খেসারত দেশের জনগণ দেবে না জানিয়ে হানিফ বলেন, আমরা বারবার বলেছি, ২০১৪ সালে দশম জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ না করে আপনারা ভুল করেছেন। আমরা আশা করি, আগামী জাতীয় সংসদ নির্বাচনে এই ভুল আর করবেন না। ভুল করলে ভুলের খেসারত আপনাদের দিতে হবে। এটার জন্য জনগণ খেসারত দেবে না। আপনাদের ভুলের খেসারত জনগণ দিতে পারে না।
দেশ-বিদেশে আওয়ামী লীগ সরকার আস্থা অর্জন করেছে দাবি করে হানিফ বলেন, আপনারা বলেন দেশ-বিদেশে এই সরকারের প্রতি কোনো আস্থা নেই। আপনারা ‘আইপিইউ’ সম্মেলনের মাধ্যমে দেখেননি, গোটা বিশ্বাবাসীর আস্থা কিভাবে অর্জন হয়েছে। এর পর আর কি প্রমাণ করার আছে? এই সরকারের প্রতি ঈর্ষান্বিত হয়ে আপনারা সরকারের বিরুদ্ধে নানা কথা বলেন। আপনারা নিজেরা আত্মতৃপ্তি লাভ করার জন্যই তা করেন।
হানিফ বলেন, আপনাদের কর্মীদের মনোবল চাঙ্গা করার জন্য অনেক সময় অনেক কথা বলে থাকেন। আর এটা বলতে হয়, এটা আমরা জানি। যেটা আপনারা বলছেন বলুন, কিন্তু মানুষের কাছে হাস্যকরভাবে বলবেন না। প্রবাদে আছে ‘পাগলের খুশি মনে মনে’।
বিএনপি নেতাদের সমালোচনা করে আওয়ামী লীগ নেতা হানিফ বলেন, সেদিন বিএনপির এক  নেতা বলেছেন, বিএনপি পা পা করে ক্ষমতার দিকে এগোচ্ছে। বিএনপি আসলে পা পা করে ক্ষমতার দিকে এগোচ্ছে না। পা পা করে খাদের কিনারের দিকে যাচ্ছে।
তিনি বলেন, ভুল, সন্ত্রাসী রাজনীতি ও একাত্তরের পরাজিত শক্তিকে রক্ষা করার কারণে আপনার জনগণ থেকে ধীরে ধীরে পা পা করে খাদের কিনারার দিকে যাচ্ছেন। ক্ষমতায় যাওয়ার স্বপ্ন আপনাদের আপাতত না দেখলেও চলবে।
বিএনপি ক্ষমতায় যেতে পারবে না ভেবেই বিএনপি নেতারা বিভিন্ন সময় বিভিন্ন রকম বক্তব্য দিচ্ছেন দাবি করেন হানিফ। তিনি বলেন, আপনারা ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন কিভাবে? আপনাদের নেত্রী খালেদা জিয়া, উনি নিজেই তো বলেছেন, আওয়ামী লীগ আরো পাঁচ বছর ক্ষমতায় থাকার জন্য পাকাপোক্ত করে এসেছে। তার মানে তিনি বুঝে ফেলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ আরো পাঁচ বছরের জন্য ক্ষমতায় আসছে।
তিনি বলেন, জনগণের কিছু আওয়াজ পেয়ে থাকলে উনি বোঝার কথা, তাই উনি বুঝেছেন। বুঝেই বলেছেন আগামী নির্বাচনে আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে আবার পাঁচ বছরের জন্য ক্ষমতায় আসার রাস্তা পাকা করে ফেলেছে। আর সে কারণে আপনারা নির্বাচনে যেতে চান না বলে এখন  থেকে নানাভাবে দোষ খুঁজছেন। বলছেন, নির্বাচন এভাবে হবে না আমরা যাবো না। নির্বাচনে হারার কারণে নির্বাচনে যাবেন না। সেটাকে একটা যৌক্তিক কারণ হিসেবে দাঁড় করানোর জন্য আপনারা ক্ষেত্র তৈরি করার জন্য চেষ্টা চালাচ্ছেন।
সংগঠনের সভাপতি নাছির আহমেদের সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের শ্রম ও জনশক্তিবিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, ডাক বিভাগের মহাপরিচালক সুশান্ত কুমার মন্ডল, শ্রমিক লীগের সভাপতি শুক্কুর মাহমুদ, শ্রমিক লীগের ফজলুল হক মন্টু, বিসিএস পোস্টাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও সংগঠনের সাধারণ সম্পাদক আমজাদ আলী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিএনপি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ