Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

সউদী উমরা ভিসা মেলা ২০১৭ অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ২৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

আইএসপিআর : প্রধানমন্ত্রীর কার্যালয়ের সশস্ত্রবাহিনী বিভাগ এবং ঢাকাস্থ সউদী দূতাবাস এর যৌথ উদ্যোগে শনিবার ঢাকা সেনানিবাসের সেনা মালঞ্চে “কঝঅ টসৎধ ারংধ ভধরৎ–২০১৭” অনুষ্ঠিত হয়। চাকরিরত ও অবসরপ্রাপ্ত সশস্ত্রবাহিনীর সদস্যগণ এবং তাদের পরিবারবর্গের পবিত্র ওমরা পালনের জন্য ভিসা প্রক্রিয়ায় সহায়তা প্রদানের লক্ষ্যে এ ভিসা মেলার আয়োজন করা হয়।
ওমরা পালনের আগ্রহী কর্মকর্তাগণ এবং তাদের পরিবারবর্গের উপস্থিতিতে দিনব্যাপী এই ভিসা মেলার যৌথভাবে উদ্বোধন করেন সউদী দূতাবাসের রাষ্ট্রদূত আব্দুল্লাহ এইচ এম আল মুতাইরি এবং সশস্ত্রবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মোঃ মাহফুজুর রহমান। সউদী দূতাবাসের রাষ্ট্রদূত এবং প্রিন্সিপাল স্টাফ অফিসার তাদের বক্তব্যে সউদী আরব এবং বাংলাদেশ সশস্ত্রবাহিনীর বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও জোরদার করার নিদর্শন হিসেবে এই ওমরা ভিসা মেলার আয়োজন করা হয় বলে মত প্রকাশ করেন।
উক্ত ওমরা ভিসা মেলায় উল্লেখযোগ্য সংখ্যাক সশস্ত্রবাহিনীর কর্মরত এবং অবসরপ্রাপ্ত সদস্যগণ ওমরা ভিসার জন্য আবেদন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সউদী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ