Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিশু হত্যার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থাসহ বিচার না করলে আল্লাহর গজব অনিবার্য -মহানগর জমিয়তে উলামা নেতৃবৃন্দ

প্রকাশের সময় : ৩ মার্চ, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : অব্যাহত শিশু হত্যা দেশকে কঠিন বিপর্যয়ের মুখে ঠেলে দিতে পারে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর নেতৃবৃন্দ। নেতারা দেশব্যাপী শিশু হত্যার চলমান নারকীয় তা-বকে জাহিলিয়াতের সাথে তুলনা করে বলেন, শিশু হত্যার মতো জঘন্য পাপের সুষ্ঠু বিচার না হলে খোদার গজব অনিবার্য। দেশে ন্যায়বিচার না থাকায় নিষ্পাপ শিশু হত্যাসহ গুম, খুন, জুলুম, দুর্নীতির মতো সমাজবিধ্বংসী মারাত্মক অপরাধগুলো ক্রমান্বয়ে বেড়েই চলছে। এসব অন্যায়-অবিচার বন্ধে কুরআন-সুন্নাহর প্রকৃত শিক্ষা ও আদর্শকে সমাজের সর্বস্তরে ছড়িয়ে দেয়ার কোনো বিকল্প নেই। যুদ্ধাবস্থায়ও ইসলামে শিশু হত্যা, নির্যাতন নিষেধ।
গতকাল দুপুরে পল্টনস্থ দলীয় কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর কার্যনির্বাহী পরিষদের এক বিশেষ সভায় নেতারা এসব কথা বলেন।
ঢাকা মহানগর জমিয়তের সভাপতি মাওলানা মঞ্জুরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা আব্দুল কুদ্দুস, মাওলানা আব্দুস সালাম, মাওলানা মাহবুবুল আলম, মাওলানা হেদায়েতুল ইসলাম, মাওলানা তাজুল ইসলাম, মাওলানা বশিরুল হাসান, মাওলানা উমর আলী, হাফেজ ওমর ফারুক, মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা তোফায়েল গাজালি, হাফেজ বোরহান উদ্দীন, সুহাইল আহমদ প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: শিশু হত্

৫ ডিসেম্বর, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ