নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য সবার আগে দল ঘোষনা করেছে দক্ষিন আফ্রিকা। আগামী ২৩ এপ্রিলের মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহনকারী অবশিস্ট ৭টি দল ঘোষনা করতে হবে। আইসিসি’র এই শর্ত মেনে গতকালই বাংলাদেশ ক্রিকেট দল ঘোষনা করার কথা ছিল নির্বাচকদের। তবে বিসিবি পরিচালকও আম্পায়ার্স কমিটির চেয়ারম্যান নাজমুল করিম টিংকুর অকাল মৃত্যুবরনে দল ঘোষনা একদিন পিছিয়ে দিয়েছে নির্বাচকরা। আজ আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে আয়ারল্যান্ড সফরও চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য ঘোষিত হবে বাংলাদেশ দল। তবে দলে নেই কোন চমক। গতকাল বিসিবি সভাপতির অনুমোদন পেয়ে সে তথ্যই দিয়েছেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নুÑ ‘দল নির্বাচন শেষ। এখন শুধু বোর্ড সভাপতির অনুমোদনও হয়ে গেছে। দলে কোন নতুন মুখ নেই। কোন রকম পরীক্ষা নিরীক্ষা চালানো হয়নি। যারা এখন আছেন, তাদের সবাইকে রাখা হয়েছে।’
তবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে সাসেক্সে ১০ দিনের অনুশীলন এবং আয়ারল্যান্ড সফরে ত্রিদেশীয় ওয়ানডে টূর্নামেন্টে বাংলাদেশ খেলবে বলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে ঘোষিত দলের বাইরে অন্তত: ২ ক্রিকেটারকে নেয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচকÑ‘ চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ জনের দলের বাইরে ২ জনকে আয়ারল্যান্ড সফরের দলে রাখার সিদ্ধান্ত নিয়েছি। তারা আয়ারল্যান্ড সফর শেষে দেশে ফিরে আসবেন।’ এই দুই ক্রিকেটারের একজন নাসির হোসেন, তা ধরেই নিয়েছেন বিসিবি সংশ্লিস্টরা।
ইংল্যান্ডের কন্ডিশনের কথা বিবেচনা করে দ্বি-স্তর বিশিস্ট দল নির্বাচন প্রক্রিয়ার অংশ হয়ে ওঠা বিসিবি পরিচালক এবং বাংলাদেশ দলের ম্যানেজার খালেদ মেহমুদ সুজন অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দেয়া হয়েছে বলে জানিয়েছেন মিডিয়াকেÑ‘ আমাদের ওয়ানডে দলটা তো প্রস্তুতই আছে। খুব বেশি পরিবর্তন আনার দরকার নাই। ওয়ানডেতে ভালো খেলার কারণে আমাদের দলটা গোছানোই আছে। নতুন মুখের সম্ভাবনা তাই দেখছি না। ইংল্যান্ডে খেলতে হবে বলে অভিজ্ঞতাই বেশি গুরুত্বপূর্ণ।’
চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ রাউন্ডে বাংলাদেশের তিনটি ম্যাচের মধ্যে ২টি লন্ডনের ওভালে অনুষ্ঠিত হবে। ওভালের কন্ডিশনের কথা বিবেচনায় এনে দল তৈরি করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি ‘ ওভালের উইকেট খুবই ফ্লাট হয়ে থাকে। প্রিমিয়ার লিগে ফ্লাট উইকেটে খেলা হচ্ছে, এটা ভালো। এতে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়ছে। বোলাররাও শিখতে পারছে। তাদের জানতে হবে, কিভাবে ফ্লাট উইকেটে বোলিং করতে হয়, ইয়র্কার কিভাবে ব্যবহার করতে হয়, ¯øগ ওভারে কেমন বোলিং হওয়া উচিত। এসব বিষয়ও বিবেচনায় আনা হয়েছে।’
আয়ারল্যান্ড সফরকে সামনে রেখে সাসেক্সে ১০দিনের ক্যাম্পে বাংলাদেশ দল ২টি অনুশীলন ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে ইংলিশ কাউন্টি দলের সঙ্গে। চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে সেখানে ওভালে ভারত,পাকিস্তানের সঙ্গে আগামী ২৭ও ৩০ মে ওয়ার্ম আপ ম্যাচ খেলবে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে এই দু’টি প্রস্তুতি ম্যাচ বাংলাদেশ দলের জন্য দারুন উপকারে আসবে বলে মনে করছেন সুজন-‘ ভারত-পাকিস্তানের সঙ্গে প্রস্তুতি ম্যাচ দুটি বাংলাদেশ দলের দারুণ কাজে আসবে। কারণ সেখানকার উইকেট খুব ফ্লাট। খেলোয়াড়দের আত্মবিশ্বাস বাড়াবে। চ্যাম্পিয়ন্স ট্রফির আগে প্রস্তুতি ক্যাম্প আছে, আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজ আছে। আমার মনে হয় এতে দারুণ ভাবে আমরা প্রস্তুত হতে পারব।’
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে তারকাদের অধিকাংশ করছেন পারফর্ম। যুক্তরাজ্য সফরের আগে আত্মবিশ্বাসের রসদ ক্রিকেটাররা পাওয়াকে ইতিবাচক বলে মনে করছেন সুজন ‘ প্রিমিয়ার ডিভিশন লিগে জাতীয় দলের ক্রিকেটাররা ছন্দে আছেন। মুশফিকুর রহিম দুই ম্যাচে রান পেয়েছেন, তামিম ইকবাল প্রথম ম্যাচেই করেছেন রেকর্ডগড়া সেঞ্চুরি। মাহমুদউল্লাহ রিয়াদ,মেহেদী হাসান মিরাজরাও রানের মধ্যে আছেন। সুজনের ধারণা, লিগের ভালো পারফরম্যান্স ইংল্যান্ড-আয়ারল্যান্ডে ক্রিকেটারদের আত্মবিশ্বাস বাড়িয়ে দেবে। ইংল্যান্ড-আয়ারল্যান্ডে তারা আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামবে।’
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।