Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ড. কামালের ৮০তম জন্মদিন আজ

| প্রকাশের সময় : ২০ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : বাংলাদেশের সংবিধান প্রণেতা গণফোরাম সভাপতি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবী ড. কামাল হোসেনের ৮০তম জন্মদিন আজ। ১৯৩৭ সালের ২০ এপ্রিল তিনি জন্মগ্রহণ করেন। ১৯৫৭ সালে তিনি লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে জুরিসপ্রুডেন্সে স্নাতক (সম্মান) ও ’৫৮ সালে ব্যাচেলর অব সিভিল ল ডিগ্রি লাভ করেন। পরে লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল ডিগ্রি অর্জনের পর ১৯৬৪ সালে আন্তর্জাতিক আইনে পিএইচডি করেন। পরে আইন পেশায় নিয়োজিত হন। তিনি জাতিসংঘসহ অনেক আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিশেষজ্ঞ আইনজীবী হিসেবেও দায়িত্ব পালন করেছেন। মুক্তিযুদ্ধের সময় তিনি বন্দী হয়ে পাকিস্তানের কারাগারে ছিলেন। বঙ্গবন্ধুর সঙ্গে ’৭২ সালের ১০ মার্চ দেশে ফেরেন। তিনি বাংলাদেশের প্রথম আইনমন্ত্রী। তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নৌকা প্রতীক নিয়ে ’৮১ সালে প্রেসিডেন্ট নির্বাচন করেন। ১৯৯১ সালের পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে নৌকার ভরাডুবি ঘটার পর দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মতভেদ ঘটায় তিনি আওয়ামী লীগ ত্যাগ করে গণতান্ত্রিক ফোরাম নামে অরাজনৈতিক সংগঠন গঠন করে। অতঃপর ওই নাম থেকে ‘তান্ত্রিক’ শব্দটি বাদ দিয়ে গণফোরাম নামের রাজনৈতিক দল করেন। তার কন্যা ব্যারিস্টার সারা হোসেন প্রখ্যাত আইনজীবী ও স্ত্রী ড. হামিদা হোসেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মানবাধিকার কর্মী। গণফেরামের সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু জানান, তিনি বরাবরের মতো এবারও পরিবারের সদস্যদের সঙ্গে বেইলি রোডের বাসায় কাটাবেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: আজ

৭ মার্চ, ২০২৩
২১ ফেব্রুয়ারি, ২০২৩
৪ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ