বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : রাজধানীর যাত্রবাড়ী এলাকায় যৌতুক না পেয়ে বিশ্ববিদ্যালয় পড়ুয়া এক স্ত্রীকে ছাদ থেকে ফেলে হত্যা করার অভিযোগ ওঠেছে তার স্বামীর বিরুদ্ধে। নিহতের নাম স্বর্ণা খাতুন (১৯)।
গতকাল মঙ্গলবার দুপুরে রাজধানীর শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় স্বর্ণা মারা যান। তিনি উত্তরা এশিয়ান বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের ছাত্রী। এ ঘটনায় স্বামী নাজমুল হোসেন বিদ্যুৎকে আটক করেছে পুলিশ।
যাত্রাবাড়ী থানার উপপরিদর্শক আয়ূব আলী বলেন, গত ১১ এপ্রিল সন্ধ্যায় ছয় তলা ভবনের ছাদ থেকে ধাক্কা দিয়ে স্বর্ণাকে ফেলে দেন তার স্বামী বিদ্যুৎ। সেখান থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে শমরিতা হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল দুপুরে তার মৃত্যু হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।