বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা : লক্ষ্মীপুরে দিনদুপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে ব্যবসায়ীকে মারধর করেছে একদল মুখোশধারী সন্ত্রাসী। এসময় আলমারী ও ক্যাশ ভাঙচুর করে নগদ ৫ লাখ টাকাসহ গুরুত্বপূর্ণ কাগজপত্র লুটে নিয়ে যায় তারা।
মঙ্গলবার দুপুরে শহরের থানা রোডের কাজী সফিক উল্যাহ ব্যবসা প্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে। স্থানীয় ব্যবসায়ী রহিম কাজী জানান, হঠাৎ মুখোশধারী একদল সন্ত্রাসী দুপুরে দোকানে ঢুকে আলমারী, ক্যাশবুক ভাংচুর করে নগদ ৫ লাখ টাকা ও গুরুত্বপূর্ণ কাগজপত্র নিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় বাঁধা দিলে সন্ত্রাসীরা ব্যবসায়ী আব্দুর রহিম কাজী এলোপাতাড়ি মারধর ও হত্যার চেষ্টা চালায়। পরে গুরুত্বর আহত অবস্থায় স্থানীয় তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। লক্ষ্মীপুর সদর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্যাহ আল মামুন, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।