Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষ্মীপুরে পূর্ব শত্রুতর জের ধরে গ্রাম পুলিশের উপর হামলা

লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ৪ এপ্রিল, ২০২২, ১:০৯ পিএম

লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের তালতলা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ইমন হোসেন নামে এক গ্রাম পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে। আহত ইমন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বিরাহিমপুর গ্রামের সেকান্তর হোসেনের ছেলে। তার মাথা, পিঠ, দুই হাত ও ডান পায়ে জখমের চিহ্ন রয়েছে।
পুলিশ ও আহত ইমন জানায়, কাজ শেষে বাইসাইকেলযোগে রববিার রাতে বাড়িতে যাওয়ার সময় দুজন লোক তাকে লাথি মেরে বাইসাইকেল থেকে ফেলে দেন। একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আগ থেকেই হামলাকারীরা ওঁৎ পেতে ছিল। দুই জন হামলা করলেও বাকিরা ঘটনাস্থলের অদূরে অবস্থান করছিল। হামলাকারীদের সঙ্গে ইমনদের মামলা- মোকদ্দমা রয়েছে।
বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, কী কারণে ইমনের ওপর হামলা চালানো হয়েছে তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে এলাকায় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই চলেছে। বিষয় গুলো প্রশাসনকে জানানো হয়েছে। ইমনের ওপর হামলার ঘটনাটি পুলিশকে অবগত করা হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। হামলাকারীদের সঙ্গে তার পূর্ব শত্রুতা রয়েছে। এজন্যই পরিকল্পিতভাবে হামলা করেছে। তাকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে।

প্রেরক/ এস এম বাবুল(বাবর), লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা।লক্ষ্মীপুরে পূর্ব শত্রুতর জের ধরে গ্রাম পুলিশের উপর হামলা
লক্ষ্মীপুর জেলা সংবাদদাতা ঃ লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের বিরাহিমপুর গ্রামের তালতলা এলাকায় পূর্ব শত্রুতার জের ধরে ইমন হোসেন নামে এক গ্রাম পুলিশ সদস্যকে কুপিয়ে জখম করা হয়েছে। আহত ইমন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বিরাহিমপুর গ্রামের সেকান্তর হোসেনের ছেলে। তার মাথা, পিঠ, দুই হাত ও ডান পায়ে জখমের চিহ্ন রয়েছে।
পুলিশ ও আহত ইমন জানায়, কাজ শেষে বাইসাইকেলযোগে রববিার রাতে বাড়িতে যাওয়ার সময় দুজন লোক তাকে লাথি মেরে বাইসাইকেল থেকে ফেলে দেন। একপর্যায়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। আগ থেকেই হামলাকারীরা ওঁৎ পেতে ছিল। দুই জন হামলা করলেও বাকিরা ঘটনাস্থলের অদূরে অবস্থান করছিল। হামলাকারীদের সঙ্গে ইমনদের মামলা- মোকদ্দমা রয়েছে।
বশিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান বলেন, কী কারণে ইমনের ওপর হামলা চালানো হয়েছে তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে এলাকায় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেই চলেছে। বিষয় গুলো প্রশাসনকে জানানো হয়েছে। ইমনের ওপর হামলার ঘটনাটি পুলিশকে অবগত করা হয়েছে।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসলেহ উদ্দিন বলেন, ঘটনাটি শুনেছি। হামলাকারীদের সঙ্গে তার পূর্ব শত্রুতা রয়েছে। এজন্যই পরিকল্পিতভাবে হামলা করেছে। তাকে থানায় লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লক্ষ্মীপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ