বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
লক্ষ্মীপুরে চেক ডিজনার মামলায় গ্রেফতারের পর আবদুল কুদ্দুস নামে এক ফার্মেসি ব্যবসায়ী পুলিশ হেফাজতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। গত বুধবার রাত ১১টার দিকে সদর হাসপাতালে মৃত্যু বরণ করে। আবদুল কুদ্দুস সদর উপজেলার ভাংগাখাঁ ইউনিয়নের রাধাপুর গ্রামের আবদুল্লাহ চৌধুরীর ছেলে। পৌরসভার মেঘনা রোড এলাকায় তার ওষুধের ফার্মেসি রয়েছে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিমতানুর রহমান সদর হাসপাতালে গিয়ে মৃতের স্বজনসহ সংশ্লিষ্টদের সাথে কথা বলেন। জানা যায়, ওয়ারী থানায় কুদ্দুসের বিরুদ্ধে চেক সংক্রান্ত মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি হয়। পরে সদর থানা পুলিশ তাকে মেঘনা রোড এলাকার ফার্মেসি থেকে গ্রেফতার করে। এসময় তিনি অসুস্থ হয়ে পড়লে রাত ১০টার দিকে হাসপাতালে ভর্তি করা হয়। সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আনোয়ার হোসেন বলেন, কুদ্দুস স্ট্রোক করেছেন। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দিন বলেন, হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে তাৎক্ষণিক আমরা হাসপাতাল ভর্তি করি। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।