Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লক্ষ্মীপুরে জমিয়াতুল মোদার্রেছীনের মানববন্ধন অনুষ্ঠিত

লক্ষ্মীর থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০২২, ১২:৩৫ পিএম

বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন লক্ষ্মীপুর শাখার উদ্যোগে আজ সোমবার মাদরাসারজন্য স্বতন্ত্র শিক্ষাক্রম, পাঠ্যপুস্তক প্রনয়নসহ ১৩দফা বাবী আদায়ের লক্ষে মানববন্ধন করেছে। লক্ষ্মীপুর প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত ওই মানব বন্ধনে সভাপতিত্ব করেন জেলা জমিয়াতের সভাপতি রায়পুর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ আ ন ম নিজাম উদ্দিন। ওই সমাবেশ শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রধান করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জমিয়াতুল মোদার্রেছীন লক্ষ্মীপুর শাখার সাধারন সম্পাদক লক্ষ্মীপুর দারুল উলুম কামিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ নেছার উদ্দিন,সহ সভাপতি টুমচর কামিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ ইদ্রিস, সাংগঠনিক সম্পাদক দাশেরহাট হামিদিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ মাওঃ মোঃ মুরাদ হাসান।
রামগঞ্জ উপজেলা সাখার সভাপতি এ এইচ এম মোস্তাক আহম্মদ, রায়পুর উপজেলা সাখার সভাপতি মাওঃ আব্দুল আজিজ, সদও উপজেলা সাখার সভাপতি মাওঃ আহম্মদ উল্যা, রামগতি উপজেলা সাখার সভাপতি মাওঃ হারুন, কমলনগর উপজেলা সাখার সভাপতি মাওঃ দেলোয়ার হোসেন, নিছহরার কামিল মাদরাসার অধ্যক্ষ মাওঃ খলিলুর রহমান, অধ্যক্ষ মাওঃ বালাগাত উল্যা প্রমূখ।
সকাল ১১টায় অনুষ্ঠিত এই মানববন্ধনে জেলা ও উপজেলার জমিয়ত নেতৃবৃন্দ, বিভিন্ন মাদরাসার অধ্যক্ষ, সুপার ও শিক্ষক এবং প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: লক্ষ্মীপুর


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ