Inqilab Logo

রোববার ২২ সেপ্টেম্বর ২০২৪, ০৭ আশ্বিন ১৪৩১, ১৮ রবিউল আউয়াল ১৪৪৬ হিজরী

১০ হাজারী গেইল

| প্রকাশের সময় : ১৯ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস ডেস্ক : ফর্মটা ভালো যাচ্ছিল না ক্রিস গেইলের। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর একাদশে ছিলেন না নিয়মিত। উদ্বোধনী ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে করেছিলেন ৩২ রান। দ্বিতীয় ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের বিপক্ষে ৬ রান করে আউট হন। ফর্মহীনতায় তৃতীয় ম্যাচের একাদশে জায়গাই হয়নি ব্যাটিং দানবের। চতুর্থ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ফিরলেও ২৭ বলে দুটি চার ও একটি ছক্কায় ২২ রান করতেই বিদায় নেন ক্রিকেট বিনোদনের সবচেয়ে বড় বিজ্ঞাপন। আর তাতে অপেক্ষা বাড়ে গেইলের। ইতিহাস গড়তে খানিকটা সময়ও লেগে গেল ক্যারিবীয়ান দানবের। গতকাল গুজরাট লায়ন্সের বিপক্ষে এলে সেই মোক্ষম সুযোগ। মাঠে নামার আগে দরকার ছিল ৩ রান। চতুর্থ ওভারের তৃতীয় বলে বাসিল থাম্পাইয়ের বল থার্ডম্যান অঞ্চলে ঠেলে দিয়ে এক রান নেন গেইল। আর তাতেই ইতিহাসের পাতায় উঠে যায় তার নাম। প্রথম ক্রিকেটার হিসেবে ঘরোয়া ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট মিলে ১০ হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন ক্যারিবিয়ান এই ব্যাটিং দানব। সবমিলিয়ে ৩৮ বলে ৫ চার আর ৭ ছক্কায় মোড়ানো ৭৭ রানের ইনিংসটি নিয়ে ক্ষুদ্র সংস্করণের ২৯০ ম্যাচে গেইলের মোট রান ১০,০৭৪। ঘরোয়া টি-টোয়েন্টিতে ঘরোয়া টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ সেঞ্চুরি, হাফ সেঞ্চুরি ও ছক্কার রেকর্ড; সবই তার দখলে। সেঞ্চুরি ১৯টি, হাফ সেঞ্চুরি ৬১টি আর গেইলের ছক্কা ৭৪২টি!



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ১০

৭ নভেম্বর, ২০২২

আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ