Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কওমি মাদরাসার সনদের স্বীকৃতি সরকারের মৌলবাদ তোষণের রাজনীতি গণতান্ত্রিক বাম মোর্চা

| প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : প্রধানমন্ত্রীর ভারত সফর এবং কওমি মাদরাসার সনদের স্বীকৃতি প্রসঙ্গে গণতান্ত্রিক বাম মোর্চার এক সংবাদ সম্মেলন গতকাল সোমবার সকালে নির্মল সেন মিলনায়তনে অনুষ্ঠিত হয়। গণমাধ্যম কর্মীদের সামনে প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পাদিত চুক্তিগুলো কিভাবে জাতীয় স্বার্থকে বিপন্ন করবে এবং দেশের অভ্যন্তরে মৌলবাদী শক্তিকে তুষ্ট করতে কওমি মাদরাসার সনদকে সরকারি স্বীকৃতি প্রদান করা হলো, সেই বিষয়ে নেতৃবৃন্দ মতামত তুলে ধরেন। অনুষ্ঠানে লিখিত বক্তব্য পাঠ করেন, সংগঠনের বর্তমান সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য ফিরোজ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন গণতান্ত্রিক বাম মোর্চার অন্যতম নেতা ও বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (মার্কসবাদী) কেন্দ্রীয় নেতা শুভ্রাংশু চক্রবর্তী, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, সমাজতান্ত্রিক আন্দোলনের আহ্বায়ক হামিদুল হক।
নেতৃবৃন্দ বলেন, প্রধানমন্ত্রীর সর্বশেষ ভারত সফরে ভারতের আগ্রহের বিষয়গুলোই আলোচনার বিষয় ছিল, বাংলাদেশের স্বার্থসংশ্লিষ্ট কোন বিষয় সেখানে আলোচনা হয়নি। তারা বলেন, সীমান্ত হত্যা-অভিন্ন নদীর পানি-বাণিজ্য ঘাটতি ইত্যাদি বিষয় বাদ রেখে কিভাবে প্রধানমন্ত্রী ভারত সফরে রাজি হন, নাগরিকরা সেই প্রশ্নই তুলেছেন। তারা আরও বলেন, অন্যদিকে অস্ত্র ক্রয়-প্রতিরক্ষা সমঝোতা, ঋণ চুক্তি ইত্যাদি সবই ভারতের আগ্রহের বিষয়। তিস্তা প্রসঙ্গে ভারতের আশ্বাস প্রসঙ্গে নেতৃবৃন্দ বলেন, এর আগেও মনমোহনসিং এর বাংলাদেশে সফরের সময় এবং শেখ হাসিনার ভারত সফরের সময় উভয় প্রধানমন্ত্রী যৌথ ইশতেহারে এই আশ্বাস ব্যক্ত করেছিলেন। কিন্তু তার কোন বাস্তব অগ্রগতি দেখা যাচ্ছে না।
কওমি মাদরাসার সনদের স্বীকৃতি প্রসঙ্গে নেতৃবৃন্দ বলেন, ভারতের সাথে দেশের স্বার্থবিরোধী এতগুলো চুক্তি করে প্রধানমন্ত্রী দেশের ডানপন্থী শক্তিগুলোকেও হাত করতে চাইছেন এই স্বীকৃতির মাধ্যমে। যেখানে প্রয়োজন ছিল সব শিশুর জন্য অভিন্ন বিজ্ঞানভিত্তিক শিক্ষার বন্দোবস্ত করে শিক্ষার বৈষম্য দূর করা, বাংলাদেশের প্রধানমন্ত্রী বরং সেই বৈষম্যকে পাকাপোক্ত করার ব্যবস্থা একদিকে করলেন, অন্যদিকে মৌলবাদতোষণের রাজনীতিকে আরেকধাপ এগিয়ে নিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কওমি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ