Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কওমি মাদরাসাকে স্বীকৃতির প্রতিবাদ হাটহাজারীতে মানববন্ধন ও বিক্ষোভ

| প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

হাটহাজারী উপজেলা সংবাদদাতা : সরকার কর্তৃক কওমি মাদরাসার সনদের স্বীকৃতি দেয়ার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জমা,আত সমন্বয় কমিটি হাটহাজারী উপজেলা শাখা আয়োজিত মানবন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে। গতকাল সোমবার বিকেল সাড়ে তিনটার সময় উপজেলা পরিষদে সামনে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন কওমি সনদের স্বীকৃতি দেয়া মানে জঙ্গিদের হাতে লাইসেন্স করা অস্ত্র তুলে দেয়ার মতো। বর্তমানে দেশে যত জঙ্গি হামলা হয়েছে এবং জঙ্গি ধরা পড়েছে অধিকাংশ কওমি মাদরাসায় শিক্ষিত। এমত অবস্থায় জঙ্গি প্রজননকেন্দ্র ও কওমি মাদরাসায় সরকারি নিয়ন্ত্রণে শিক্ষা ব্যবস্থার সংস্কারপূর্বক আলিয়া মাদরাসার সিলেবাসের সাথে একিভ‚ত করে একমুখী ইসলামি শিক্ষা চালু করে জঙ্গিবাদ মুক্ত করতে সংস্কারমূলক ব্যবস্থা নেয়ার দাবি জানান।
আহলে সুন্নাত ওয়াল জমা,আত সমন্বয় কমিটির সভাপতি আলহাজ মীর হাসানুল করিম মুনিরীর সাভাপতিত্বে সংগঠনের সদস্য সচিব মো. সাকুর মিয়ার সঞ্চালনায় কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ছিপাতলী আলিয়া মাদরাসার অধ্যক্ষ আল্লামা আবুল ফরাহ্ মোহাম্মদ ফরিদ উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য সৈয়দ আবু আজম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদগিয়াস উদ্দীন, এ এস এম ফখরু উদ্দীন, সৈয়দ মুনিরুর রহমান, আলহাজ হারুন সওদাগর, মোহাম্মদ কামাল পাশা চৌধুরী, ওহিদুল আলম, এম ছগির আহমদ ও সেকান্দর মিয়া প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কওমি


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ