Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এগিয়ে চলছে সাড়ে চার হাজার কোটি টাকা ব্যয়ে বিসিকের ২৮ প্রকল্পের কাজ

| প্রকাশের সময় : ১৮ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

কর্পোরেট রিপোর্টার : এগিয়ে চলছে সাড়ে চার হাজার কোটি টাকা ব্যয়ে ২৮ প্রকল্পের কাজ। এসব বাস্তবায়ন করছে বিসিক। এগুলো বাস্তবায়িত হলে তা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে অ্যাকটিভ ফার্মাসিউটিক্যাল ইনগ্রেডিয়েন্টস (এপিআই) শিল্পপার্ক, বিসিক শিল্পনগরী মীরসরাই, বিসিক শিল্পনগরী কুমারখালী, কুষ্টিয়া, বিসিক শিল্পপার্ক সিরাজগঞ্জ, গোপালগঞ্জ বিসিক শিল্পনগরী সম্প্রসারণ, বিসিক শিল্পনগরী বরগুনা, শ্রীমঙ্গল শিল্পনগরী, বিসিক শিল্পনগরী ভৈরব, পাবনা বিসিক শিল্পনগরী সম্প্রসারণ, বিসিক শিল্পনগরী ঝালকাঠি, প্রোভার্টি রিডাকশন থ্রু ইনক্লুসিভ অ্যান্ড সাসটেইনেবল মার্কেট (প্রিজম) ইত্যাদি। শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, দেশে বর্তমানে ক্ষুদ্র শিল্পের সংখ্যা এক লাখ ২০ হাজার ও কুটির শিল্পের সংখ্যা আট লাখ ৪৩ হাজার। ক্ষুদ্র ও কুটির শিল্প খাতে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে ৩৭ লাখ ১৩ হাজার জন লোকের। ২০১৫-১৬ অর্থবছরে জিডিপিতে শিল্প খাতের অবদান ছিল ২০.৭৭ শতাংশ। যা গত অর্থবছরের তুলনায় দশমিক ১৬ শতাংশ বেশি। ব্যবস্থাপনা উন্নয়নে বিসিক এ পর্যন্ত তিন লাখ ১৫ হাজার ৫৬০ এবং দক্ষতা উন্নয়নে দুই লাখ ৫৬ হাজার উদ্যোক্তাকে প্রশিক্ষণের ব্যবস্থা করেছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এগিয়


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ