Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

নরসিংদীতে ঝগড়া দেখতে গিয়ে অস্ত্রের কোপে ইজিবাইকচালক নিহত

| প্রকাশের সময় : ১৭ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার, নরসিংদী থেকে : একটি ইভটিজিংয়ের ঘটনা নিয়ে দুই পক্ষে মারামারি দেখতে গিয়ে এক পক্ষের উপর্যুপরি কোপে নির্মমভাবে প্রাণ হারিয়েছে সিরাজ উদ্দিন (৩০) নামে এক ইজিবাইকচালক। গতকাল রোববার নরসিংদী শহর সংলগ্ন আমিরাবাদ এলাকায় এই হত্যাকান্ডটি সংঘটিত হয়েছে। স্থানীয় ইউপি চেয়ারম্যান এম এন জামান ও স্থানীয় লোকজন জানিয়েছেন, আমিরাবাদ গ্রামে একটি মেয়েকে রাস্তাঘাট ও বাড়িতে উত্যক্তকরণ এবং এক পর্যায়ে মেয়েটির শরীরে হাত দেয়ার ঘটনা নিয়ে এলাকায় শহিদুল গ্রপের সাথে নির্যাতিতা মেয়ের আত্মীয়-স্বজনের ঝগড়া বাধে। এসময় ঘোড়াদিয়া সংগীতা এলাকার মৃত ফাইজ উদ্দিনের পুত্র সিরাজ উদ্দিন ইজিবাইকে যাত্রী উঠিয়ে আমিরাবাদ গ্রামে যায়। রাস্তার মধ্যে মারামারি দেখে সে যাত্রী নামিয়ে সেখানে এ ঘটনা দেখতে এগিয়ে যায়। এসময় শহীদুল তার পুত্র ও অন্যান্য আত্মীয়-স্বজনরা ধারালো অস্ত্র দিয়ে সিরাজ উদ্দিনকে এলোপাতারি কোপাতে থাকে। মারাত্মক রক্তাক্ত অবস্থায় সিরাজ উদ্দিন মাটিতে লুটিয়ে পড়লে আশেপাশের লোকজন তাকে প্রথমে নরসিংদী জেলা হাসপাতাল ও পরে সেখান থেকে সংকটাপন্ন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে মীরের বাজার এলাকায় পৌঁছলে সে মারা যায়। পরে নিহত সিরাজ উদ্দিনের আত্মীয়-স্বজন তাকে নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠায়। এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ নরসিংদী সদর হাসপাতাল মর্গে ছিল।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নরসিংদী

১১ জানুয়ারি, ২০২১

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ