প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
বিনোদন ডেস্ক : কিংবদন্তী অভিনেত্রী ডলি জহুর এবং দর্শকপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার অনেক নাটকে মা এবং মেয়ের চরিত্রে তারা দু’জন অভিনয় করেছেন। হয়তো এমনও দেখা গেছে তারা দু’জন কোথাও একসঙ্গে বেড়াতে গিয়েছেন দর্শক তাদের দেখে মা মেয়ে হিসেবেই ধরে নিয়েছেন। একসঙ্গে কাজ করার কারণেই দর্শকের কাছে ডলি জহুর এবং দীপা খন্দকারকে নিয়ে এমন ভাবনার সৃষ্টি হয়েছে। গত বছর বাংলাদেশ টেলিভিশনের সুবর্ণজয়ন্তীতে একটি নাটকে ডলি জহুর ও দীপা খন্দকার একসঙ্গে একটি নাটকে সর্বশেষ অভিনয় করেছিলেন। বেশ কয়েক মাস বিরতির পর আবার তারা দু’জনে মা ও মেয়ের চরিত্রে অভিনয় করেছেন এবার একটি টেলিফিল্মে। মনির হোসেন জীবনের নির্দেশনায় তারা দু’জন অভিনয় করেছেন ‘তুমি এলে তাই’ টেলিফিল্মে। আজ বিকেল তিনটায় চ্যানেল আইতে টেলিফিল্মটি প্রচার হবে। এতে অভিনয় প্রসঙ্গে ডলি জহুর বলেন, ‘টেলিফিল্মটির গল্প আমার কাছে বেশ ভালো লেগেছে। তাছাড়া সহশিল্পী হিসেবে দীপা আছে জেনেও খুব ভালো লেগেছে। দীপাতো আমার মেয়েরই মতো। কারণ অনেক নাটকে দীপা আমার মেয়ের চরিত্রে অভিনয় করেছে। তাই আমি আমার মেয়ে বলেই তাকে জানি। টেলিফিল্মটি দর্শকের ভালো লাগবে বলে আশা করছি।’ দীপা খন্দকার বলেন,‘ ডলি আপা আমার মায়েরই মতোন। তার সঙ্গে প্রথম কবে কাজ করেছি মনে নেই। তবে আমরা একসঙ্গে অনেক নাটকে কাজ করেছি। সত্যি বলতে কী পুরোনো যেকোনো শিল্পীর সঙ্গেই অভিনয় করতে আমার ভীষণ ভালো লাগে। তুমি এলে তাই’তে ডলি আপার সঙ্গে কাজ করে ভালো লেগেছে।’ এদিকে ডলি জহুর জানান, ২০১২ সাল থেকে তিনি চলচ্চিত্রে অভিনয় করছেন না। আর কোনোদিন চলচ্চিত্রে হয়তো অভিনয় করবেনও না তিনি। কোনো অভিমান বা ক্ষোভ থেকে নয়। চলচ্চিত্রের সবদিক বিবেচনা করেই তিনি নিজেকে চলচ্চিত্রে অভিনয় থেকে দূরে সরিয়ে নিয়েছেন। এদিকে দীপা খন্দকার ‘হাউজ ওয়াইভস’,‘নীল জোছনা’ এবং ‘গুলবাহার’ ধারাবাহিকে নিয়মিত অভিনয় করছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।