Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অনেক এমপি আনোয়ারের জন্য আসন ছাড়তে চায়

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১০ জুন, ২০১৮, ১২:০০ এএম

মালয়েশিয়ার নেতা দাতুক সেরি আনোয়ার ইব্রাহিমের সমর্থনে উপ-নির্বাচনে তাকে বিজয়ী করতে নির্বাচিত অনেক এমপি তাদের সংসদীয় আসন ছেড়ে দেয়ার প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছেন পিকেআর পার্টির সভাপতি ড. ওয়ান আজিজাহ ওয়ান ইসমাইল। শুক্রবার জাতীয় জনসংখ্যা ও পরিবার উন্নয়ন বোর্ডে প্রথমবারের মতো আনুষ্ঠানিক পরিদর্শন শেষে তিনি এই তথ্য জানান। তবে, আনোয়ারকে এই মুহূর্তে পার্লামেন্টে ফিরি য়ে আনতে তাদের কোনো তাড়া নেই বলে জানান তিনি। আজিজাহ বলেন, ‘এই মুহূর্তে, কোনো সিদ্ধান্ত হয়নি। যাইহোক, এটা কোনো সমস্যা নয়, আগে তাকে তার অন্য কাজগুলো করতে দিন।’ এদিকে, উপ-নির্বাচনের জন্য আজিজা তার পন্ডান আসনটি আসন ছেড়ে দেওয়ার জন্য রাজী আছেন বলে জানিয়েছেন আনোয়ার ইব্রাহিম। কিন্তু তিনি এতে সম্মতি দেননি এবং এ নিয়ে তিনি খুব তাড়াহুড়া করতে চান না। দ্য স্টার অনলাইন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অনেক এমপি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ