Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কলারোয়ায় নিষিদ্ধ জাটকা পয়লা বৈশাখ উদযাপন

| প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

কলারোয়া (সাতক্ষীরা) উপজেলা সংবাদদাতা : বাংলার ঐতিহ্য ‘পান্তা ইলিশ’। কিন্তু গ্রাম-গঞ্জে মৌসুমে ইলিশ মাছের দেখা মেলা ভাগ্যের হয়ে দাঁড়ায়। আর দুষ্প্রাপ্যতার জন্য উচ্চ মূল্য মানুষের রসনা তৃপ্তির ইচ্ছাকে অপূর্ণ রাখে। তবে এবারের পয়লা বৈশাখ উপলক্ষে একটু সস্তা দামে ইলিশ বাজারজাত হয়। ৪শ’ টাকা কেজি দরে গ্রাম-গঞ্জের বাড়ি বাড়ি ইলিশ ফেরি করে বিক্রি করা হয়। তবে এই ইলিশগুলো ছিল ধরা নিষিদ্ধ ৫-৬টায় কেজি। খোঁজ নিয়ে জানা গেছে, জাটকাগুলো ধরে হিমাগারে রাখা হয়। সময়-সুযোগ মতো এবার পয়লা বৈশাখে হিমাগারে রাখা জাটকার সিংহভাগ বাজারজাত করা হয়েছে। প্রায় গত এক সপ্তাহ যাবৎ জাটকা বাজারজাত হলেও প্রশাসন এ ব্যাপারে নীরব দর্শকের ভূমিকা পালন করে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উদযাপন

২১ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ