বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
নাটোরে বিভিন্ন আয়োজনে স্বপ্নের পদ্মা সেতুর উদ্বোধনের আনন্দ উদযাপন করা হয়েছে। নিজস্ব অর্থায়নে স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে রুপ নেয়ায় শনিবার উদ্বোধন করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই আনন্দে সারা দেশের মত উত্তরাঞ্চলের জেলা শহর নাটোরেও উদযাপিত হয়েছে এই উৎসব। এ উপলক্ষে সকাল ৯ টায জেলা প্রশাসনের আয়োজনে শহরের কানাইখালী মাঠ থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদের অনিমা চৌধুরী অডিটোরিয়াম প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। সেখানে অনিমা চৌধুরী অডিটোরিয়ামে কেক কাটা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাটোর-৪ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস, জেলা প্রশাসক শামীম আহমেদ, পুলিশ সুপার লিটন কুমার সাহা, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সাজেদুর রহমান খান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি সহ জেলা পর্যায়ের সরকারী কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র, শিক্ষক সহ আপামর জনসাধারন।
এছাড়াও সকালে জেলা আওয়ামী লীগের উদ্যোগে শহরের কাঁদিভিটাস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।