Inqilab Logo

মঙ্গলবার, ০২ জুলাই ২০২৪, ১৮ আষাঢ় ১৪৩১, ২৫ যিলহজ ১৪৪৫ হিজরী

তমদ্দুন মজলিসের আলোচনায় বক্তারা সাংস্কৃতিক আগ্রাসন বন্ধ করা সময়ের দাবি

| প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্টাফ রির্পোটার : সাংস্কৃতিক সংগঠন তমদ্দুন মজলিসের উদ্যোগে বাংলা নববর্ষ-১৪২৪ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বক্তারা বলেন, বাঙালি জাতির নিজস্ব ঐতিহ্যবাহী সংস্কৃতিক রয়েছে। যার মধ্যে নেই কোন অশ্লীলতা ও বেহায়াপনা। কিন্তু বর্তমানে বিজাতীয় অপসংস্কৃতিক আগ্রাসনে আমাদের সংস্কৃতিকে ভুলণ্ঠিত করছে। বাঙালির কোন উৎসব আসলেই সংস্কৃতির বিকৃতকরণ আরো প্রকট আকার ধারণ করে। বক্তারা বলেন, দেশে মঙ্গল শোভাযাত্রার নামে যে সংস্কৃতি বর্ষবরণ নামে পালন করা হয় বাঙালি সংস্কৃতিতে তার কোনো ভিত্তি নেই। পয়লা বৈশাখকে ঘিরে যে বেহায়াপনা ও অশ্লীলতা চলছে তরুণ যুবসমাজকে এর থেকে বের হয়ে সত্যিকারের বাঙালি ঐতিহ্যবাহী সংস্কৃতি চর্চা করার আহ্বান জানান। এছাড়াও বিদেশী টিভি চ্যানেল, ভাষা, সংস্কৃতি আমাদের ঐতিহ্যবাহী সংস্কৃতিকে ধ্বংসের যে চেষ্টা চালাচ্ছে তা গোটা দেশকে জিম্মি করেছে। এই আগ্রাসন থেকে বাদ যাচ্ছে না শিশুরাও। গত মুক্রবার তমদ্দুন মজলিসের মহানগর কার্যালয় হোসাফ শপিং কমপ্লেক্স, মালিবাগ মোড়, ঢাকায় তমদ্দুন মজলিসের সিনিয়র নেতা এরতাজ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রখ্যাত ভাষাসৈনিক ও প্রবীণ সাংবাদিক অধ্যাপক মোহাম্মদ আবদুল গফুর। এ ছাড়াও আলোচনায় অংশগ্রহণ করেন অধ্যাপক হাসান আবদুল কাইয়ুুম, মোহাম্মদ শাহাবুদ্দীন খান, কবি শাহ সিদ্দিক, কবি মানসুর মুজাম্মেল, ইঞ্জিনিয়ার শওকত আজিজ, মোহাম্মদ আসাদুজ্জামান খান, হাফেজ মোহাম্মদ বায়েজিদ হাসান প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: তমদ্দুন


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ