নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
স্পোর্টস রিপোর্টার : এএফসি কাপে নিজেদের তৃতীয় ম্যাচ খেলতে আজ ভারতের ব্যাঙ্গালুরুতে যাচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড। মঙ্গলবার শ্রী কান্তিরাবা স্টেডিয়ামে ভারতের আরেক জায়ান্ট ব্যাঙ্গালুরু এফসি’র বিপক্ষে মাঠে নামবে তারা। বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে সাতটায় ম্যাচটি শুরু হবে।
টানা দু’হার নিয়ে এএফসি কাপে ব্যাকফুটে রয়েছে ঢাকা আবাহনী। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হোম ম্যাচে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস অ্যান্ড রিক্রিয়েশন ক্লাবের কাছে ২-০ গোলের হার দিয়ে যাত্রা শুরু তাদের। কোলকাতার রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে পরের অ্যাওয়ে ম্যাচে স্বাগতিক মোহনবাগানের কাছেও জুটেছে ৩-১ গোলের হার। তৃতীয় ম্যাচে এবার ঢাকা আবাহনীর প্রতিপক্ষ ব্যাঙ্গালুরু এফসি। যারা এএফসি কাপের বর্তমান রানার্সআপও। এ ম্যাচে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় আবাহনীর ক্রোয়েশিয়ান কোচ দ্রাগো মামিচের শিষ্যদের। ঘুরে দাঁড়ানোর মিশনকে সফল করতে দলে যোগ দিয়েছেন ঘানার ডিফেন্ডার সামাদ ইউসুফ। দীর্ঘদিন আবাহনীতে খেলছেন এই বিদেশী। কোলকাতায় খেলতে না পারলেও ব্যাঙ্গালুরুতে খেলবেন তিনি এমন তথ্য দেন আবাহনী ম্যানেজার সত্যজিৎ দাস রুপু। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ইংলিশ ফরোয়ার্ড লি টাক দুর্দান্ত পারফরম্যান্স করলেও এএফসি কাপে তাকে পায়নি আবাহনী। এই ম্যাচেও তাকে পাওয়া যাবে না। আর এতে কিছুটা হলেও শূন্যতা তৈরি হয়েছে। তবে তিনি আসতে না পারলেও আবাহনীর জন্য জাম্বিয়ান একজন মিডফিল্ডার পাঠিয়েছেন। যিনি এখন অনুশীলনও করছেন ক্লাবের অন্য তিন বিদেশির সঙ্গে। দলে অন্য দুই বিদেশি হলেন- ইংলিশ জোনাথন ও নাইজেরিয়ন এমেকা ডার্লিংটন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।