Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নোয়াখালী জমিয়াতুল মোদার্রেছীন মাওলানা ওহিদুল হক সভাপতি ও মাওলানা রুহুল আমিন চৌধুরী সাধারণ সম্পাদক পদে ফের নির্বাচিত

| প্রকাশের সময় : ১৬ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

নোয়াখালী ব্যুরো : বাংলাদেশ জমিয়াতুল মোদার্রেছীন নোয়াখালী জেলা কমিটির নির্বাচন গত বৃহস্পতিবার নোয়াখালী ইসলামিয়া কামিল মাদরাসা অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় । এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে পুনর্নির্বাচিত হন অধ্যক্ষ হাফেজ মাওলানা ওহিদুল হক ও মাওলানা রুহুল আমিন চৌধুরী। জমিয়াতুল মোদার্রেছীন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব অধ্যক্ষ ড. এ কে এম মাহবুবুর রহমানের উপস্থিতিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে সভাপতি নোয়াখালী ইসলামিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা ওহিদুল হক, সহ-সভপতি যথাক্রমে মাওলানা ইসমাইল সিদ্দিকী, অধ্যক্ষ কাশীপুর মুহাম্মদিয়া ফাজিল (ডিগ্রি) মাদরাসা, অধ্যক্ষ মাওলানা মফিজুল ইসলাম, চাটখিল কামিল মাদরাসা, অধ্যক্ষ মাওলানা আবদুল্লাহ আল মামুন, রংমালা আলিম মাদরাসা, অধ্যক্ষ মাওলানা ছিরাজুল করিম ভূইয়া, মীর আহমদপুর ফাজিল মাদরাসা, সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন চৌধুরী, এখলাছপুর ফাজিল মাদরাসা, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মীর মোশারফ মো: মোস্তাফা, কুতুবপুর আলিম মাদরাসা, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা সামছুল এরফান, মীরওয়ারিশপুর আলিম মাদরাসা, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মো: ইয়াকুব, ছনখোলা আলিম মাদরাসা, প্রচার সম্পাদক অধ্যক্ষ মাওলানা মো: নোমান, হোসেনপুর আলিম মাদরাসা, সহ-প্রচার সম্পাদক অধ্যক্ষ মাওলানা ইমাম উদ্দিন, সেনবাগ দাখিল মাদরাসা, দফতর সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা আবদুর রহিম, নোয়াখালী ইসলামিয়া কামিল মাদরাসা, কোষাধ্যক্ষ অধ্যক্ষ মাওলানা আবদুর রহমান, চরজুবলী ফাজিল মাদরাসা, শিক্ষা প্রশিক্ষণবিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওলানা ওমর ফারুক, চাটখিল, সহ-শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক অধ্যক্ষ আনছারুল হক, হাতিয়া তবারকিয়া ফাজিল মাদরাসা, তথ্য ও গবেষণা সম্পাদক অধ্যক্ষ মাওলানা নাজমুচ্ছায়াদাত, জয়নারায়ণপুর ফাজিল মাদরাসা, সহ-তথ্য ও গবেষণা সম্পাদক অধ্যক্ষ মাওলানা বেলায়েত হোসেন, অনন্তপুর আলিম মাদরাসা, ছাত্রবিষয়ক সম্পাদক অধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন, কে এম মহিলা আলিম মাদরাসা। কমিটির সদস্য পদে পরে কো-অপ্ট করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: নোয়াখালী

১৩ ফেব্রুয়ারি, ২০২৩
৫ অক্টোবর, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ