বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুর জেলা সংবাদদাতা : শুভ নববর্ষ ১৪২৪ পহেলা বৈশাখ উপলক্ষে ইলিশ পান্তা খাওয়ার জন্য ফরিদপুর মাছ বাজারে গিয়ে কিনতে পারছে না মধ্যবিত্ত পরিবারের সদস্যরা। ইলিশ মাছের কেজি ১৫শ’ থেকে ২ হাজার টাকা দরে বিক্রি হচ্ছে। টাকার অভাবে মধ্যবিত্ত পরিবারের সদস্যরা ইলিশ ক্রয় করতে পারছে না। এদিকে বাজারে দেখা যায় ঘুষখোর সরকারী কর্মকর্তা-কর্মচারীরা দাম যাই হোক হাঁকিয়ে কিনছে ইলিশ মাছ। ইলিশ মাছ কিনতে ব্যর্থ হয়ে মধ্যবিত্ত পরিবারের একাধিক সদস্য জানান, এবার পহেলা বৈশাখে ইলিশ পান্তা খাবে সরকারী কর্মকর্তা- কর্মচারীরাই। ওই সদস্যদের কাছে জানতে চাইলে তারা জানান, সরকারী কর্মকর্তা-কর্মচারীরা সকালে অফিসে যান খালি পকেটে বিকেলে বাড়ী ফেরে ঘুষ খেয়ে পকেট ভরে। সেই ঘুষের টাকায় বাজারে ঢুকে দাম দর না করেই ইলিশ মাছসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করতে থাকে। আর আমরা পাশে হা করে দাঁড়িয়ে দেখে মন খারাপ করে বাড়ি ফিরে আসি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।