পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মরহুম সংসদ উপনেতা ও আওয়ামী লীগের প্রবীণ নেতা সৈয়দা সাজেদা চৌধুরীর আসনে (ফরিদপুর-২) আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তার ছোট ছেলে শাহদাব আকবর চৌধুরী ওরফে লাবু।
গতকাল গণভবনে অনুষ্ঠিত আওয়ামী লীগের সংসদীয় ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এই প্রার্থিতা চূড়ান্ত হয় বলে সূত্র জানিয়েছে। সভায় সভাপতিত্ব করেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
গত ১২ সেপ্টেম্বর মারা যান আওয়ামী লীগের দুর্দিনের কান্ডারি খ্যাত সৈয়দা সাজেদা চৌধুরী। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ৫ নভেম্বর তার আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে।
কেন্দ্রীয় আওয়ামী লীগের দফতর জানিয়েছে, এই সময়ে মোট ১৭ জন মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এই ১৭ জনের মধ্যে সৈয়দা সাজেদা চৌধুরীর দুই ছেলে আয়মন আকবর ওরফে বাবলু চৌধুরী ও শাহদাব আকবর চৌধুরী ওরফে লাবুও ছিলেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।