বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ফরিদপুরে বিত্রনপির গনসমাবেশ শুরু। স্হানীয় নেতারা বক্তব্য দিচ্ছেন।
সমাবেশেস্হল পূর্ন হয়ে আশ পাশের রাস্তা নেতাকর্মীদের পদচারনায় ভরে গেছে। পাশা-পাশি জেলা শহর উপশহর ও প্রত্যন্ত অঞ্চলের কর্মী সমর্থকরা পিঁপড়ার শারির মত আসতে শুরু করছে।
পরিবহন ধর্মঘট থাকার কারনে বিভিন্ন উপয়ে সমাবেশ স্হলে নেতাকর্মীর সমাবেশ স্হলে পৌঁছ গেছেন।
গত বুধবার, রাত থেকেই মাদারিপুর, শরীয়তুর, রাজবাড়ি, গোপালগঞ্জ সহ পার্শ্ববর্তী জেলা মাগুড়া, কুষ্টিয়া, মুন্সিগঞ্জ, নড়াইল, থেকে নেতাকর্মী সমাবেশস্হল এখন আসছেন।
শুক্রবার বিকেলেই সমাবেশ স্হল কানায় কানায় পূর্ন হয়ে যায়। এর পর রাতে নেতাকর্মীরা আশ পাশের বিভিন্ন বাসাবাড়ির উঠানে মাঠে ও পালানে স্হান নেন। সমাবেশস্হলে বিরাজ করে উৎসবের আমেজ। নেতাকর্মীরা শ্লোগানে শ্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলে। সন্ধ্যার পরে জাতীয় সংগীত সহ বিভিন্ন দেশাত্মবোধ গান পরিবেশন করেম বাংলাদেশ জাসাসেট শিল্পীরা।
আজ ভোর থেকেই ফরিদপুর শহরের আশ পাশ থেকে নেতাকর্মীরা কোমরপুর সমাবেশ স্হলে আসতে শুরু করে। বেলা ১১ টা নাগাদ ঢাকা- বরিশাল মহাসড়কের কয়েক কিলোমিটার পূরন হয়ে যায়।
সমাবেশ আনুষ্ঠানিক ভাবে বেলা ২ টায় শুরু হওয়ার কথা রয়েছে। তবে স্হানীয় বিভিন্ন পর্য়ায়ের নেতারা আগত কর্মী সমর্থকদের মধ্য বক্তব্য শুরু করে দিয়েছেন।
ফরিদপুর বিভাগীয় সমাবেশের সমন্বায়ক সাংগঠনিক সম্পাদক( ঢাকা বিভাগ) শামা ওবায়েদ বলেন, শত বাধা উপেক্ষা করে জনগন সমাবেশে যোগ দিছে।
আমরা আশা করছি নির্ধারিত সময়ের আগেই লোকে লোকারণ্য হয়ে যাবে। ইতোমধ্যে, মাঠ ভরে রাজবাড়ি রাস্তার মোড় এলাকা পর্যন্ত তথা প্রায় ৪ কিলো মহাসড়ক ভরে গেছে। সরকারে বিরুদ্ধে যে গনজোয়ার সৃষ্টি হয়েছে তা সরকারের পতন ছাড়া থামবে না। আমরা সরকারের পতন ঘটিয়ে ঘরে ফিরবো।
এদিকে শুক্রবার সন্ধ্যায় আজকের সমাবেশের প্রধান অতিথি বিত্রনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ কেন্দ্ররীয় নেতারা সমাবেশস্হল পরিদর্শন করেন। অন্যান্য দের মধ্যে ছিলেন, স্হায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মোহম্মদ টুকু,ভাই চেয়ারম্যান ব্যারিস্টার শাহজাহান ওমর, ও চেয়ারপার্সনের উপদেষ্টা ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।