Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

এশিয়ান ইউনিভার্সিটিতে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে সেমিনার

| প্রকাশের সময় : ১৩ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

বিশ্ব স্বাস্থ্য দিবস ২০১৭ উপলক্ষে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ সম্প্রতি এক সেমিনার এর আয়োজন করে। এ সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এইউবির প্রতিষ্ঠাতা ও উপাচার্য প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। সমাজবিজ্ঞান ও নৃবিজ্ঞান বিভাগের বিভাগের প্রধান প্রফেসর ড. সাঈদা আক্তার বেগমের সভাপতিত্বে এ সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন বিভাগের প্রভাষক মোঃ আজিজুল্লাহ। প্রবন্ধ উপস্থাপক ঢাকার শহীদনগর বস্তি এলাকার গর্ভবতী মায়েদের স্বাস্থ্য সুবিধা বিষয়ে গবেষণালব্ধ প্রবন্ধ উপস্থাপন করেন। এ প্রবন্ধের উপর পর্যালোচনামূলক বক্তব্য রাখেন করেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মোঃ খলিলুর রহমান ও ইসলামের ইতিহাস ও সভ্যতা বিভাগের প্রধান ড. মোঃ আমিরুল ইসলাম। প্রধান অতিথি বলেন, নিরাপদ মাতৃত্ব বা মায়ের স্বাস্থ্য দুটিই অনাগত সন্তানের জন্য গুরুত্বপূর্ণ। ভবিষ্যৎ সন্তানের স্বাস্থ্য নির্ভর করে তার মায়ের স্বাস্থ্যের উপর। প্রধান অতিথি এই সকল অবহেলিত জনগোষ্ঠীর স্বাস্থ্য সুবিধা নিশ্চিত করার জন্য যথাযথ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি প্রবন্ধ উপস্থাপককে সাধুবাদ জানিয়ে প্রবন্ধের দুর্বল দিকগুলোর প্রতি দৃষ্টি আকর্ষণ করে এটিকে আরো সমৃদ্ধ করতে পরামর্শ প্রদান করেন। শিক্ষকমন্ডলী, প্রশাসনিক কর্মকর্তা ও শিক্ষার্থীবৃন্দ এ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এশিয়ান


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ