নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
চীনের হ্যাংজু শহরে অনুষ্ঠিতব্য এশিয়ান গেমস অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বেশ ক’দিন আগে। এবার চীন সরে গেলো এশিয়ান কাপ ফুটবল আয়োজন থেকেও। প্রাণঘাতি করোনাভাইরাসের প্রকোপ হঠাৎ করে দেশটিতে বেড়ে যাওয়ায় আয়োজক হিসেবে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে চীন।
এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি) গতকাল জানায়, চীন ফুটবল অ্যাসোসিয়েশন (সিএফএ) তাদের জানিয়েছে ২০২৩ সালে তারা এশিয়ান কাপ আয়োজন করতে পারবে না। আগামী বছরের ১৬ জুন থেকে ১৬ জুলাই পর্যন্ত চীনের ১০টি শহরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এশিয়ার সবচেয়ে বড় ফুটবল টুর্নামেন্টের খেলা।
চীন সরে যাওয়ায় এখন এশিয়ান কাপের খেলা কোথায় হবে, তা ঠিক হয়নি। এএফসি এক বিবৃতিতে বলেছে, এশিয়া কাপের নতুন আয়োজকের নাম যথাসময়ে জানানো হবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।