মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
ইনকিলাব ডেস্ক : ভারতে বিজেপি-বিরোধী জোট গঠন নিয়ে আলোচনার জন্য কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী টেলিফোনে কথা বলেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। দিল্লিতে ক্ষমতাসীন নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে বিরোধীদের এক জোট গঠনের সম্ভাবনা নিয়েই মূলত কথা হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ও তাকে জানিয়েছেন, বিরোধী জোট হলে কংগ্রেসকে প্রয়োজন। রাহুলকে পাশে নিয়েই এগোতে চান তিনি। সোনিয়ার সঙ্গে কথার আগেই সংসদ ভবনে গত কাল গোলাম নবি আজাদ, অহমেদ প্যাটেলের সঙ্গে বৈঠক করেন মমতা। তখনই এ বিষয়ে এক প্রস্থ আলোচনা হয়। মমতার সঙ্গে দেখা করতে লক্ষেèৗ থেকে দিল্লি গিয়েছিলেন অখিলেশ যাদবও। কংগ্রেসকে সঙ্গে নিয়ে চলার বিষয়ে অখিলেশের সঙ্গেও কথা বলেন মমতা। দুজনেই এ বিষয়ে একমত। মমতা মনে করছেন, কংগ্রেসকে বাইরে রেখে ধর্মনিরপেক্ষ দলগুলোকে নিয়ে তৃতীয় ফ্রন্টের পরীক্ষা-নিরীক্ষা অতীতে হয়েছে। কিন্তু তার কোনোটাই সফল হয়নি। তা ছাড়া, এ বছর গুজরাট ও হিমাচলে নির্বাচন রয়েছে। পরের বছর নির্বাচন হবে মধ্যপ্রদেশ, কর্নাটক, ছত্তিশগড়, রাজস্থানের মতো রাজ্যে। সেখানে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে কংগ্রেসকেই।
উত্তর প্রদেশে কংগ্রেসের সঙ্গে জোট করে হারলেও অখিলেশ ২০১৯-এও কংগ্রেসকে সঙ্গে নিয়ে চলতে চান। সমাজবাদী পার্টিতে মুলায়ম সিংহ যাদব তাতে একমত হবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে কিন্তু অখিলেশ মমতাকে জানিয়েছেন, দলের রাশ তার হাতেই থাকবে। সেপ্টেম্বরেও ফের তিনিই জাতীয় সভাপতির পদে বসবেন। সংসদ ভবনে বিএসপি নেতা সতীশ মিশ্রর সঙ্গেও বিরোধী জোটের বিষয়ে কথা বলেছেন মমতা। নবীন পট্টনায়েকের সঙ্গেও কথা হয়েছে তার। পশ্চিমবঙ্গের মতো উড়িষ্যাতেও চিট ফান্ডের তদন্ত করছে সিবিআই। মমতা নবীনকে বলেছেন, এসব নিয়ে ভয় পাওয়ার প্রয়োজন নেই। বিজু জনতা দলের নেতারা অভিযোগ তুলেছিলেন, ক্ষমতা দখলের জন্য বিজেপি তাদের দল ভাঙতে চাইছে। নবীন অবশ্য মমতাকে জানিয়েছেন, বিজেপি তার দলে ভাঙন ধরাতে চাইছিল ঠিকই কিন্তু তিনি তা সামলে নিয়েছেন। দিল্লি সফরে এবার সোনিয়ার সঙ্গে দেখা করতে চেয়েছিলেন মমতা কিন্তু সোনিয়া সময় দিতে পারেননি। গত মঙ্গলবার মমতা সংসদ ভবনে গেলেও কংগ্রেস নেত্রীর সঙ্গে তার দেখা হয়নি। কারণ সোনিয়া তখন লোকসভাতে বসেছিলেন। টেলিফোনে সোনিয়াকে মমতা জানান, পরেরবার দিল্লি গিয়ে তার সঙ্গে বৈঠকে বসতে চান তিনি। পিটিআই।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।