মাত্র ৪৮ ঘণ্টায় দেউলিয়া হলো যুক্তরাষ্ট্রের ২য় বৃহত্তম ব্যাংক
চলতি সপ্তাহের বুধবারও আর দশটি সাধারণ ব্যাংকের মতো বাণিজ্যিক ও আর্থিক লেনদেন সম্পন্ন করেছে যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিপি), যা দেশটির দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক ব্যাংক
‘গরীবী হটাও’-এর বদলে বর্তমান মোদি সরকার ‘গরীবী ছুপাও’ কৌশল গ্রহণ করেছে বলে শিব সেনা অভিযোগ করেছে। ভারত সফরকালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেন রাস্তার দু’পাশে সারি সারি বস্তি দেখতে না পান সেজন্য দেয়াল তুলে সেগুলো আড়াল করার ব্যবস্থা নেয়ায় সরকারের বিরুদ্ধে এই অভিযোগ করেছে সেনা। আগামী সপ্তাহে ভারত সফরে আসছেন ট্রাম্প। সেনার মুখপত্র ‘সামানা’র সম্পাদকীয়তে সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর দারিদ্র্য বিমোচন কর্মস‚চির জনপ্রিয় স্লােগান ‘গরীবী হটাও’ প্রসঙ্গ টেনে বলা হয়, একসময় এই স্লােগানের তুমুল সমালোচনা হয়েছে। এখন মনে হচ্ছে সরকার নতুন এজেন্ডা ‘গরীবী ছুপাও’ [গরীবী আড়াল করো] এজেন্ডা গ্রহণ করেছে। গুজরাটে ট্রাম্পকে স্বাগত জানানোর প্রস্তুতি নেয়ায় ‘সামানা’ সমালোচনা করে লিখে ব্রিটিশ আমল থেকে ভারতের এই দাস মনোবৃত্তি চলে আসছে। তখন রাজা বা রানীর সফর হলেই এ ধরনের ব্যবস্থা গ্রহণ করা হতো। সম্পাদকীয়তে বলা হয়, ট্রাম্পের সফর তিন ঘন্টার কিন্তু এর জন্য রাষ্ট্রীয় কোষাগারকে বহন করতে হবে ১০০ কোটি রুপি। এর মধ্যে আহমেদাবাদে ১৭টি সড়ক তৈরি হচ্ছে এবং সেসব সড়কের দুপাশে দেয়াল দেয়া হচ্ছে। যুক্তরাষ্ট্র বা ট্রাম্প এসব দেয়াল তোলার খরচ দেবে কিনা কিংবা ট্রাম্প চলে গেলে দেয়ালগুলো ভেঙ্গে ফেলা হবে কিনা সেই প্রশ্নও তুলেছে শিব সেনার পত্রিকা। এসএএম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।