Inqilab Logo

রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫ হিজরী

বাংলা চ্যানেল ম্যারাথন সাঁতার টেকনাফ থেকে সেন্ট মার্টিন

| প্রকাশের সময় : ১২ এপ্রিল, ২০১৭, ১২:০০ এএম

স্পোর্টস রিপোর্টার : বাংলা চ্যানেল ম্যারাথন সাঁতারে দীর্ঘপথ পাড়ি দিলেন চার সাঁতারু। গতকাল সকাল নয়টায় টেকনাফ ফিশারিজ জেটি থেকে শুরু হয়ে দুপুর দু’টায় সেন্ট মার্টিন দ্বীপে গিয়ে শেষ হয় এই ম্যারাথন সাঁতার। এবার ৫ জন সাঁতারু বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার কথা থাকলেও একজন শারীরিক অসুস্থ্যতার কারণে পারেননি। যে ৪ জন সফলভাবে ম্যারাথন সাঁতার সম্পন্ন করেছেন তাদের মধ্যে দলনেতা লিপটন সরকার ৪ ঘন্টা ৪০ মিনিটে বাংলা চ্যানেল পাড়ি দেন। এ নিয়ে ১২ বারই তিনি বাংলা চ্যানেল পাড়ি দেওয়ার কৃতিত্ব দেখান। আরেক সাঁতারু ফজলুল কবির সিনাও ৪ ঘন্টা ৪০ মিনিট সময় নেন। তিনি এ নিয়ে পঞ্চমবারের মতো ম্যারাথন সাঁতারে অংশ নিলেন। ছয়-ছয়বার বাংলা চ্যানেল পাড়ি দেওয়া বাংলাদেশ টেলিভিশনের চিত্রগ্রাহক মনিরুজ্জামান ৪ ঘন্টা সময় নিয়ে নিজের সাঁতার শেষ করেন। আরেক সাঁতারু শামছুজ্জামান আরাফাত সময় নেন ৪ ঘন্টা ১০ মিনিট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বাংলা


আরও
আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ