নারী দিবস ম্যারাথনে পাপিয়া চ্যাম্পিয়ন
‘নিরাপদ সমাজ, নিরাপদ নারী’-স্লোগানে অনুষ্ঠিত নারী দিবস রেগুলার ম্যারাথনে রেগুলার বাংলাদেশের পাপিয়া খাতুন চ্যাম্পিয়ন, হামিদা
বিশেষ সংবাদদাতা : ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগে সর্বশেষ শিরোপা জয়ের স্বাদ পেয়েছে মোহামেডান ২০০৮-৯ মওশুমে। মোহামেডানের সেই সর্বশেষ শিরোপা জয়ী দলে প্রতিনিধিত্ব করে ফিরেছেন তামীম ইকবাল সেই মোহামেডানে। ২০০৮-৯ এ মোহামেডানের শিরোপা জয়ী দলে ছিলেন, পরের মওশুমে আবাহনী, ২০১১-১২ মওশুমে ভিক্টোরিয়া, ২০১৫-১৬ মওশুমে আবাহনী ঢাকার ক্লাব ক্রিকেটে ট্রফি জয়ে ভাগ্যবান তামীমকে ফিরে পেয়ে শিরোপা পুনরুদ্ধারের স্বপ্ন দেখতে শুরু করেছে মোহামেডান। গতকাল দল-বদলের আনুষ্ঠানিকতা সেরে নিতে তামীমের সঙ্গে ছিলেন কলাবাগান একাডেমি ছেড়ে আসা মেহেদী হাসান মিরাজও লিজেন্ডস অব রূপগঞ্জ থেকে তাইজুল। অনেক দিন পর দল-বদল কক্ষে কিছুটা সময়ের জন্য সাড়া ফেলে দিতে পেরেছে মোহামেডান পুলের তিন ক্রিকেটারকে পেয়ে।
শ্রীলংকা বসে মোহামেডানকে কথা দিয়ে রেখেছেন সে কথা তামীম। তবে আবাহনী ছেড়ে মোহামেডানে তামীমের যোগ দেয়ায় নাটকীয়তার গন্ধ যে অমূলক নয়, গতকাল তামীমের কণ্ঠেও ফুটে উঠেছে তা ‘এবারো আবাহনীতে থাকার কথা ছিল। কেন রাখেনি, তা উনারা (আবাহনী) ভাল বলতে পারবেন।’ বাবা মরহুম ইকবাল খান খেলেছেন ফুটবল মোহামেডানে, ফুটবল খেলে হারিয়েছেন পা। চাচা আকরাম খান ক্রিকেট খেলেছেন আবাহনীতে। সে কারণেই ক্রীড়াঙ্গণে দুই মেরুতে এই দুই ক্লাবের অবস্থান গায়ে লাগেনি তামীমের ‘আমি সবসময়ই বলি দুই ক্লাবই আমার কাছের। আমার বাবার (ইকবাল খান) ক্লাব মোহামেডান, চাচার (আকরাম খান) ক্লাব আবাহনী। এবার আবাহনীতে নেই মানে যে ভবিষ্যতে খেলব না, তা নয়। মোহামেডানেও তেমনি আগেও খেলেছি। পরে ছেড়েছি, আবার এলাম।’
২০০৮-৯ মওশুমে মোহামেডানের সর্বশেষ চ্যাম্পিয়ন দলের এই সদস্য ৫ মওশুম পর সেই মোহামেডানে ফিরে এসে আবারো দারুণ কিছু’র সম্ভাবনা দেখছেন তামীম ‘মোহামেডান, আবাহনী, দু’টি দলেরই ইতিহাস আছে। এই দু’ই দলে সবাই খেলতে চায়। মোহামেডান সর্বশেষ যেবার চ্যাম্পিয়ন হয়েছে, সেই দলে ছিলাম। এবারের দলটিতেও অনেক নির্ভরযোগ্য ক্রিকেটার আছেন। সেরা দল হয়েও চ্যাম্পিয়ন হওয়া যায় না। চ্যাম্পিয়ন হতে ভাগ্যও লাগে। আমি চাইব, যে ক’টি ম্যাচ খেলতে পারি,সে সব ম্যাচে সেরাটা দিতে।’
গতবার প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লীগের ¯øটটা ছিল দারুন। নিরবিচ্ছিন্নভাবে প্রিমিয়ার ডিভিশনে খেলতে পেরেছে সকল তারকা ক্রিকেটার। এবার উন্মুক্ত দল-বদলের নিশ্চয়তা পেয়েও অবশ্য প্রিমিয়ার ডিভিশনে হাতে-গোনা ৪ ম্যাচের বেশি খেলার সুযোগ নেই। আয়ারল্যান্ড সফর এবং ইংল্যান্ডে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহনের জন্য আগামী ২৬ এপ্রিল কন্ডিশনিং ক্যাম্পের জন্য ঢাকা ছাড়তে হবে। তা জেনেও লীগ মাঠে গড়ানোয় বিসিবিকে ধন্যবাদ দিয়েছেন তামীম ‘গত ৭-৮ মাস জাতীয় দলের ক্রিকেটাররা অনেক ম্যাচ খেলেছে। তার জন্য বিশ্রামের দরকার ছিল। তাছাড়া জাতীয় দলের ১৫ জনের বাইরেও অনেক ক্রিকেটার আছে। জাতীয় দলের এই ক’জন ক্রিকেটারের জন্য তারা ভুগবে কেন ? তাই লীগের খেলা ধারাবাহিকতা রক্ষা করছে, এটাই ইতিবাচক দিক।’ মোহামেডানের বৈচিত্রপূর্ণ স্পিন ডিপার্টমেন্টে ভরসা রাখছেন তামীম।
এই প্রথম ক্লাব ক্রিকেটে বড় দলে যোগ দিতে পেরে শিহরন অনুভব করছেন মেহেদী হাসান মিরাজ ‘এর আগে প্রিমিয়ার ডিভিশনে ২ বার খেলেছি। প্রথমবার কলাবাগান একাডেমি ভাল দল গড়লেও পরের বার ভাল দল করেনি। ছোট বেলা থেকেই মোহামেডান, আবাহনীর মতো বড় দলে খেলার স্বপ্ন দেখতাম। আমি প্রথম যেদিন ঢাকা প্রিমিয়ার ডিভিশনের খেলা দেখি, তখন আমি অনূর্ধ্ব-১৫ দলে ছিলাম। মোহামেডান-গাজী ট্যাংকের ম্যাচ দেখেছি, দেখেছি নাইম ভাই’র ব্যাটিং। এখন আমি মোহামেডানে। তাই টার্গেট থাকবে নিজের এবং দলের পারফরমেন্স।’
গতকাল সকালে সৌম্য লিজেন্ডস অব রূপগঞ্জ থেকে যোগ দিয়েছেন প্রাইম ব্যাংকে। শেষ মূহুর্তে শেখ জামাল ধানমন্ডি ক্লাব ছেড়ে আবাহনীতে যোগ দিয়েছেন মাহামুদুল্লাহ রিয়াদ। সাকিব, তামীমকে ছেড়ে দিয়ে রিয়াদকে দলে টেনেছে আবাহনী বিশাল অফারে। প্রিমিয়ার ডিভিশনের দল-বদলের আনুষ্ঠানিকতার সময়সীমা গতকাল বিকেল ৫টায় শেষ হচ্ছে, তা জানা ছিল না শেখ জামাল ধানমন্ডি ক্লাবের। প্রিমিয়ার ডিভিশনের কো অর্ডিনেটর আমিন খানের টেলিফোন পেয়ে ব্রাদার্সের ইমরুল কায়েসকে নিয়ে হাজির শেখ জামাল ধানমন্ডি ক্লাবের অফিসিয়াল। মোহামেডানের পক্ষে খেলতে আনুষ্ঠানিকভাবে সাইন করতে এসে তামীম পেয়েছেন গত বছরে আম্পায়ারের সাথে অসদাচারণে ১ লাখ টাকা অর্থদন্ড এবং এক ম্যাচ বহিস্কারাদেশের চিঠি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।